ট্রেন দেরিতে চললেও রেলমন্ত্রীর দাবি—‘গোল্ডেন প্লাস পাব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

যাত্রা শুরু হওয়ার পর প্রথম দিনে গতকাল বুধবার ঢাকা থেকে বেশির ভাগ ট্রেন বিভিন্ন গন্তব্যে দেরিতে ছেড়ে গেছে। আজ বৃহস্পতিবার অবস্থার কিছুটা উন্নতি হলেও বিশেষ কোনো পরিবর্তন হয়নি। আজও প্রায় অর্ধেকের মতো ট্রেন দেরিতে ঢাকা ছাড়ছে। এমন পরিস্থিতিতে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম দাবি করছেন, ‘গতবারের মতো এবারও গোল্ডেন প্লাস পাব।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে এ দাবি করেছেন রেলমন্ত্রী। 

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিল্লুল হাকিম বলেন, ‘গত ঈদে রেলের সার্ভিস ভালো হয়েছে। এতে করে অনেকেই বলেছে-আমি প্রথম পরীক্ষায় নাকি গোল্ডেন প্লাস পেয়েছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদুল আজহার যাত্রা এবারও ভালো করতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘এবারও গোল্ডেন প্লাস পাব আশা করি। সব প্রস্তুতি আছে। ঢাকা থেকে ৬৪টি ট্রেন ছাড়ে। দুই একটা ট্রেন বাদে ৩০টা ট্রেন ইন টাইম যাত্রা করেছে। সবাইকে অনুরোধ করব-এবারের যাত্রা যেন গতবারের চেয়ে ভালো হয়। আপনাদের জন্য রেল কাজ করে যাচ্ছে।’ 

এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘পুরোনো কোচ রাতারাতি নতুন করতে পারব না। ফ্যান ঠিক করা হচ্ছে। আবার অনেক সময় যাত্রী বেশি হওয়ায় অতিরিক্ত কোচ লাগাতে হয়, এতে সময় বেশি লাগে। কিছু ট্রেনে লম্বা দূরত্বে ক্রসিংয়ে সময় বেশি লাগে। আগামী ঈদ থেকে আর কোনো অভিযোগ থাকবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত