নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের কোরআনের হাফেজগণ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করলেও নিজ দেশে এমন আন্তর্জাতিক আয়োজনে অংশ নেননি দেশের হাফেজগণ। তাদের এই আক্ষেপ অবশেষে ঘুচেছে। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। আন্তর্জাতিক কিরাত সংস্থা, বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রতিযোগিতার উদ্বোধন করে ফরিদুল হক খান বলেন, ‘আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাটি যেন সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে। বিশ্বের সকল বড় বড় দেশ থেকে প্রতিযোগীরা যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেদিকে বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে। প্রতিযোগিতার বিচারকগণকেও আন্তর্জাতিক মানের হতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতার মূল্যায়ন কাজটি যেন শতভাগ ন্যায়ানুগ হয়, আমানতদারীর সঙ্গে হয় সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। মূল্যায়ন প্রক্রিয়া যেন কোনোভাবেই পক্ষপাতদুষ্ট না হয়, এটি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য করতে না পারে এটা খেয়াল রাখতে হবে।’
ধর্মমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের কোরআনের হাফেজগণ প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম, ২য়, কিংবা ৩য় স্থানসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ আয়োজন আরও তৃণমূল পর্যায় থেকে ব্যাপক পরিসরে ও অধিক ফলপ্রসূভাবে আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।’
দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের দ্বার উন্মোচন করেছিলেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদ বলেন, ‘আমাদের দেশে অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়। কোরআনের ওপর এমন একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে তা খুবই আনন্দের বিষয়। একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা ব্যবস্থা করা অত্যন্ত কঠিন কাজ। আমি আশা করি, ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এটি সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, জামিয়া ইকরা বাংলাদেশের মহাসচিব মাওলানা আরিফ উদ্দিন মারুফ, আন্তর্জাতিক কিরাত সংস্থা সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী প্রমুখ।
বাংলাদেশের কোরআনের হাফেজগণ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করলেও নিজ দেশে এমন আন্তর্জাতিক আয়োজনে অংশ নেননি দেশের হাফেজগণ। তাদের এই আক্ষেপ অবশেষে ঘুচেছে। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। আন্তর্জাতিক কিরাত সংস্থা, বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রতিযোগিতার উদ্বোধন করে ফরিদুল হক খান বলেন, ‘আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাটি যেন সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে। বিশ্বের সকল বড় বড় দেশ থেকে প্রতিযোগীরা যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেদিকে বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে। প্রতিযোগিতার বিচারকগণকেও আন্তর্জাতিক মানের হতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতার মূল্যায়ন কাজটি যেন শতভাগ ন্যায়ানুগ হয়, আমানতদারীর সঙ্গে হয় সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। মূল্যায়ন প্রক্রিয়া যেন কোনোভাবেই পক্ষপাতদুষ্ট না হয়, এটি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য করতে না পারে এটা খেয়াল রাখতে হবে।’
ধর্মমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের কোরআনের হাফেজগণ প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম, ২য়, কিংবা ৩য় স্থানসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ আয়োজন আরও তৃণমূল পর্যায় থেকে ব্যাপক পরিসরে ও অধিক ফলপ্রসূভাবে আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।’
দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের দ্বার উন্মোচন করেছিলেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদ বলেন, ‘আমাদের দেশে অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়। কোরআনের ওপর এমন একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে তা খুবই আনন্দের বিষয়। একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা ব্যবস্থা করা অত্যন্ত কঠিন কাজ। আমি আশা করি, ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এটি সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, জামিয়া ইকরা বাংলাদেশের মহাসচিব মাওলানা আরিফ উদ্দিন মারুফ, আন্তর্জাতিক কিরাত সংস্থা সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী প্রমুখ।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণের বিরুদ্ধে আজ সোমবার দুদকের সহকারী পরিচালক...
৩৩ মিনিট আগেবঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেচলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ রাখা হয়েছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এই অনুমোদন দেওয়া হয়।
১ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ লিভ টু...
৩ ঘণ্টা আগে