নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালতের কার্যক্রম চলাকালে এক আইনজীবীর সঙ্গে হাইকোর্ট বিভাগের এক বিচারপতির কথা নিয়ে হট্টগোল হয়েছে। এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয় আইনজীবীদের পক্ষ থেকে। পরে ওই বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আদালতে উপস্থিত একাধিক আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চে ওই ঘটনা ঘটে। আজ বেলা ১১টার পর আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবীরা তাঁদের নিজ নিজ মামলা উল্লেখ করছিলেন। তখন শতাধিক আসামি আগাম জামিনের আবেদন শুনানির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ব্যারিস্টার আশরাফ রহমান মামলার কার্যতালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ করেন। এতে রাগান্বিত হয়ে অশালীন মন্তব্য করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি। পরে কোনো শুনানি না করে এজলাস ত্যাগ করেন দুই বিচারপতি।
ওই ঘটনায় প্রধান বিচারপতি বরাবর আইনজীবীদের দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, হাইকোর্ট বিভাগের মূল ভবনের ৭ নং বেঞ্চে (ভ্যাকেশন এখতিয়ারাধীন) শুরু থেকেই মামলার কার্যতালিকা তৈরি ও শুনানিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। বিষয়গুলো নিরসনের জন্য আইনজীবী সমিতির প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
অভিযোগে বলা হয়, আজ মঙ্গলবার মেনশনের সময় আইনজীবীরা ও আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান বিষয়টি আদালতের দৃষ্টি গোচর করেন। তিনি আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, আপনার আদালতের বেঞ্চ অফিসাররা অনিয়ম করে সকল জমাকৃত মামলা ঠিকমতো দৈনিক কার্যতালিকায় দেয়নি। এতে অসংখ্য আইনজীবী বঞ্চিত হয়েছেন।’ এর জবাবে বিচারপতি মো. আতাউর রহমান খান আইনজীবীকে ক্ষিপ্ত হয়ে হাত উঁচিয়ে বলেন, ‘আমি বারের নেতা ছিলাম। তোমাকে কে সাহস দিছে আমার আদালতের বিরুদ্ধে কথা বলতে? আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, তোকে থাপ্পড় দিয়ে পুলিশে দিব।’
ওই বেঞ্চে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ (মাসুদ) আজকের পত্রিকাকে বলেন, ‘কোর্ট বসার পর সিনিয়র আইনজীবীরা মামলা মেনশন করছিলেন। এ সময় একজন আইনজীবী (ব্যারিস্টার আশরাফ) বলেন, যে মামলাগুলো তালিকায় আছে তার অনেকগুলো টাকার বিনিময়ে এসেছে। এ সময় আদালত রাগান্বিত হন এবং যে ভাষা প্রয়োগ করেছেন সেটি ঠিক হয়নি। ওই সময় অন্য আইনজীবীরা তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন। বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যেও হট্টগোল হয়। পরে আদালত এজলাস ত্যাগ করেন।’
আদালতে ওই সময় উপস্থিত থাকা আইনজীবী মো. উজ্জ্বল হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা যা ঘটেছে সেটি সত্য। বিচারপতি আইনজীবীকে থাপ্পড় দেওয়ার কথা বলেছেন। তখন আইনজীবীরা তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ করেন। পরে আদালত কোনো মামলা না শুনে নেমে যান।
আদালতের কার্যক্রম চলাকালে এক আইনজীবীর সঙ্গে হাইকোর্ট বিভাগের এক বিচারপতির কথা নিয়ে হট্টগোল হয়েছে। এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয় আইনজীবীদের পক্ষ থেকে। পরে ওই বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আদালতে উপস্থিত একাধিক আইনজীবী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কেএম হাফিজুল আলমের বেঞ্চে ওই ঘটনা ঘটে। আজ বেলা ১১টার পর আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবীরা তাঁদের নিজ নিজ মামলা উল্লেখ করছিলেন। তখন শতাধিক আসামি আগাম জামিনের আবেদন শুনানির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ব্যারিস্টার আশরাফ রহমান মামলার কার্যতালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ করেন। এতে রাগান্বিত হয়ে অশালীন মন্তব্য করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি। পরে কোনো শুনানি না করে এজলাস ত্যাগ করেন দুই বিচারপতি।
ওই ঘটনায় প্রধান বিচারপতি বরাবর আইনজীবীদের দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, হাইকোর্ট বিভাগের মূল ভবনের ৭ নং বেঞ্চে (ভ্যাকেশন এখতিয়ারাধীন) শুরু থেকেই মামলার কার্যতালিকা তৈরি ও শুনানিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। বিষয়গুলো নিরসনের জন্য আইনজীবী সমিতির প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
অভিযোগে বলা হয়, আজ মঙ্গলবার মেনশনের সময় আইনজীবীরা ও আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান বিষয়টি আদালতের দৃষ্টি গোচর করেন। তিনি আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, আপনার আদালতের বেঞ্চ অফিসাররা অনিয়ম করে সকল জমাকৃত মামলা ঠিকমতো দৈনিক কার্যতালিকায় দেয়নি। এতে অসংখ্য আইনজীবী বঞ্চিত হয়েছেন।’ এর জবাবে বিচারপতি মো. আতাউর রহমান খান আইনজীবীকে ক্ষিপ্ত হয়ে হাত উঁচিয়ে বলেন, ‘আমি বারের নেতা ছিলাম। তোমাকে কে সাহস দিছে আমার আদালতের বিরুদ্ধে কথা বলতে? আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, তোকে থাপ্পড় দিয়ে পুলিশে দিব।’
ওই বেঞ্চে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ (মাসুদ) আজকের পত্রিকাকে বলেন, ‘কোর্ট বসার পর সিনিয়র আইনজীবীরা মামলা মেনশন করছিলেন। এ সময় একজন আইনজীবী (ব্যারিস্টার আশরাফ) বলেন, যে মামলাগুলো তালিকায় আছে তার অনেকগুলো টাকার বিনিময়ে এসেছে। এ সময় আদালত রাগান্বিত হন এবং যে ভাষা প্রয়োগ করেছেন সেটি ঠিক হয়নি। ওই সময় অন্য আইনজীবীরা তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন। বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যেও হট্টগোল হয়। পরে আদালত এজলাস ত্যাগ করেন।’
আদালতে ওই সময় উপস্থিত থাকা আইনজীবী মো. উজ্জ্বল হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা যা ঘটেছে সেটি সত্য। বিচারপতি আইনজীবীকে থাপ্পড় দেওয়ার কথা বলেছেন। তখন আইনজীবীরা তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ করেন। পরে আদালত কোনো মামলা না শুনে নেমে যান।
সোমবার ইসরায়েল-বিরোধী বিক্ষোভ চলাকালে সিলেট, খুলনা, চট্টগ্রামসহ বেশ কয়েকটি শহরে কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপ, কেএফসিসহ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেরাজধানীর গেন্ডারিয়ার শিশুরক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে। বিদ্যালয়ের নামে রেকর্ড না থাকায় ২১ দশমিক ৩৬ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মামলা চলেছে। কিছুদিন আগে মামলার রায় বিদ্যালয় কর্তৃপক্ষের অনুকূলে এলেও জমিটি এখনো বিদ্যালয়সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নামে...
১০ ঘণ্টা আগেমিয়ানমার সীমান্তে বাংলাদেশি জেলেদের মূর্তিমান আতঙ্ক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। পাঁচ মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ১৩টি ঘটনায় আরাকান আর্মি ও সে দেশের নৌবাহিনীর হাতে বাংলাদেশের ১০৬ জন অপহৃত হন। গতকাল মঙ্গলবারও সেন্ট মার্টিনের অদূরে সাগরে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে...
১০ ঘণ্টা আগেবিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, ‘এখন আর সারভাইভাল অব দ্য ফিটেস্ট, অর্থাৎ সেরা মানুষেরা টিকে থাকবে—এই নীতি নয়; বরং যারা সবচেয়ে ভালো আলোচনা বা চুক্তি করতে পারবে, তারাই টিকে থাকবে।’ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান আজ মঙ্গলবার রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ
১১ ঘণ্টা আগে