Ajker Patrika

সোমবার হাই কোর্টে ৩৬ বেঞ্চ, বিচারকদের টিকা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোমবার হাই কোর্টে ৩৬ বেঞ্চ, বিচারকদের টিকা নেওয়ার নির্দেশ

আগামী সোমবার এক দিনের জন্য বিভিন্ন বিষয়ে আবেদনপত্র গ্রহণ ও শুনানির জন্য হাইকোর্টে ৩৬টি বেঞ্চ গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব বেঞ্চ গঠন করেন। সেদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত বেঞ্চগুলো বিচারকাজ পরিচালনা করবে।

প্রধান বিচারপতির এ সংক্রান্ত আদেশ গতকাল শুক্রবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

অবকাশকালীন বেঞ্চ গঠনের নির্দেশে প্রধান বিচারপতি উল্লেখ করেন, আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে মামলা পরিচালনা করতে হবে।

এর আগে ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য চারটি বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। শুক্রবারের আদেশে ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) একদিনের জন্য ৩৮টি বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। গত ৩০ জুন সুপ্রিম কোর্টের এক প্রজ্ঞাপনে আদালতগুলো সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। তখন থেকে আপিল বিভাগে একটি ও হাইকোর্টে তিনটি বেঞ্চ সীমিত পরিসরে চালু ছিল। এ ছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকছেন।

এদিকে গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদুল আজহার আগে রোববার ও সোমবার (১৮ ও ১৯ জুলাই) হাইকোর্ট বিভাগের ফাইলিং ও অ্যাফিডেভিট শাখার নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া অধস্তন আদালতের সব বিচারককে টিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে, দেওয়ানি ও ফৌজদারি আদালত, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারক এবং কর্মকর্তা-কর্মচারী যারা এখনো টিকা গ্রহণ করেননি তাঁদের নিবন্ধন সম্পন্ন করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কোভিড টিকা নিতে হবে। টিকা গ্রহণ শেষে আগামী ১২ আগস্টের মধ্যে তালিকা সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে পাঠাতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত