হত্যা মামলায় সালমান ও আনিসুল ১০ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১৯: ২২
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২০: ৪১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই রিমান্ড মঞ্জুর করেন।

সন্ধ্যার আগে দুজনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

রিমান্ডের আবেদন শুনানির সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে আদালতের কাঠগড়ায় হাজির করা হয়। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. মাইনুল হাসান গণমাধ্যমকে জানান, সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আগের রাতে গ্রেপ্তার করা হয়েছে।

নিউমার্কেট থানার যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে সেই মামলাটি দায়ের করেছেন মোসাম্মৎ আয়শা বেগম। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বিক্রমপুর গ্রামের বাসিন্দা।

 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম আদালতে নেওয়া হয়। ছবি: মেহেদী হাসানগত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে বিভিন্ন সহিংসতা ঘটে। সেদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিউমার্কেট এলাকার মিরপুর রোডের টিসার্স ট্রেনিং কলেজের সামনে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত  হয়ে বাদীর ছেলে মোহাম্মদ শাহজাহান আলী পড়েছিলেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে নেন। পরে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান নিউমার্কেট এলাকার বনানী সিনেমা হলের পাশের দোকানে কাজ করতেন। হকার শাহজাহানের মৃত্যুর ঘটনায় তাঁর মা আয়েশা বেগম বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম আদালতে নেওয়া হয়। ছবি: মেহেদী হাসানজামায়াত, শিবির ও বিএনপি কর্মীদের বিরুদ্ধে মামলা
নিহত হকার শাহজাহানের মা নিউমার্কেট থানায় যে মামলা দায়ের করেছেন সেই মামলায় উল্লেখ আছে, কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে জামায়াত, শিবির ও বিএনপির কর্মীরা তাঁর ছেলেকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আঘাত করে হত্যা করেন। এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের সাবেক দুই নেতা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রীকে।

কড়া নিরাপত্তাব্যবস্থা
সাবেক দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে আদালতে হাজির করা নিয়ে দুপুরের পর থেকেই কড় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। ৫ আগস্টের পর এই প্রথম ঢাকার আদালত এলাকায় কড়া  উপস্থিতি দেখা যায়। দুজনকে যখন আদালতে হাজির করা হয় তখন তাঁদের সঙ্গে অতিরিক্ত পুলিশ ছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত