Ajker Patrika

দলগুলোকে ইসির আমন্ত্রণ: বিএনপির অংশগ্রহণের প্রশ্নে সচিবের ‘নো কমেন্টস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলগুলোকে ইসির আমন্ত্রণ: বিএনপির অংশগ্রহণের প্রশ্নে সচিবের ‘নো কমেন্টস’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম বলেছেন, ‘নো কমেন্টস।’ আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সভা শেষে তিনি এ কথা বলেন। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আড়াই ঘণ্টাব্যাপী তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, কেন্দ্রীয় ব্যাংক ও সংস্থার প্রধানদের নিয়ে আন্ত: মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। 

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন কোনো সংলাপের আয়োজন করেনি। ইসিতে নিবন্ধিত দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা ২ জন মনোনীত প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি লক্ষে ইসি যে সব কাযক্রম নিয়েছে, তা অবহিত করবে এবং তাদের কোনো পরামর্শ থাকলে সেটা শুনবে।’ 

 ৪৪টি দলের মধ্যে বিএনপিও আছে। তাদের এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট কেউ পালাতক, কেউ জেলে। তারা যদি বলে এই রকম অবস্থায় তাদের প্রতিনিধি নেই। তাহলে কি করা হবে। তারা যদি সময় চায় তাহলে কি করবেন? 

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘নো কমেন্টস’। 

আজ বুধবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এই সংক্রান্ত্র আমন্ত্রণপত্র দলগুলোকে পাঠানো হয়েছে। এই চিঠিতে ৪ নভেম্বর তাদের সঙ্গে বসার আমন্ত্রণ জানানো হয়।

আন্ত: মন্তণালয় বৈঠকের বিষয়ে ইসি সচিব বলেন, ‘আন্তমন্ত্রণালয় সভায় সব এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের বার্তা ছিল-একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যার যে দায়িত্ব সেটি যেন যথাযথভাবে পালন করেন। যাতে নির্বাচনের সময় কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়; তারা সহায়তার আশ্বাস দিয়েছেন।’ 

সচিব জানান, ‘সংবিধানের মধ্যে যে সময় রয়েছে, তার মধ্যে নির্বাচন করতে ইসি বদ্ধ পরিকর। এ আয়োজনকে সুষ্ঠু ও সুন্দর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, বিভাগের প্রধানদের নিয়ে পর্যায়ক্রমে সভা হচ্ছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী প্রধানদের নিয়ে সভা হয়েছে। আজ সিভিল এডমিনিস্ট্রেশনের বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব. মহাপরিচালক, দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠক হয়েছে।’ 

ইসি সচিব জানান, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, তথ্য, শিক্ষা, সড়ক পরিবহন, নৌ পরিবহন, প্রাথমিক শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাসহ সব বিভাগকে কার কি করণীয় তা মনে করিয়ে দেওয়া হয়েছে। যাতে নির্বাচনের সময় কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। কেন্দ্র ব্যবস্থাপনা, যাতায়াত, গণমাধ্যম, প্রচারণা, পররাষ্ট্র, পর্যবেক্ষক, বিদেশি পর্যবেক্ষক, ঋণ খেলাপিসহ সব বিষয়ে আলোচনা হয়েছে। 

জনপ্রশাসন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবসহ বিভিন্ন বিভাগ, সংস্থার প্রায় ২৯ জন প্রতিনিধি সভায় বক্তব্য রেখেছেন বলেও জানান সচিব। 
 
স্ব-স্ব মন্ত্রণালয়, বিভাগের যা কিছু করণীয় আছে তা অবহিত করা এবং নতুন বিধি বিধানের আলোকে কি করার রয়েছে তাদের জানানো হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে যার যেটা করণীয়, তা ইসির নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করবে। ইসি তাদের ওপর কিছু নির্দেশনা দিয়েছেন যাতে সুষ্ঠু, সুন্দরভাবে নির্বাচন আয়োজন করা যায়।’ 

ঋণ খেলাপি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘আইনে যে সংশোধন হয়েছে নমিনেশন জমা দেওয়ার সর্বশেষ যে তারিখ আছে ওই দিনের আগের দিন পর্যন্ত যারা ঋণ খেলাপি তারা টাকা-পয়সা জমা দেবেন।’ 

মনোনয়নপত্র বাছাইয়ের সময় তারা যাতে রিটার্নিং অফিসারের কাছে হালনাগাদ তথ্য জমা দিতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত