সুন্নত পড়ে মসজিদে আসার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ২০: ৫০
আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১: ০৫

প্রতি ওয়াক্তের সুন্নত ও নফল নামাজ বাড়িতে আদায় করে মসজিদে ফরজ নামাজ পড়ার নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের চলমান বিধিনিষেধ আরোপের অংশ হিসেবে মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে। 

আজ মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসল্লিরা নামাজ আদায়ের ক্ষেত্রে মসজিদে গিয়ে শুধু ফরজ নামাজ পড়তে পারবেন। এছাড়া প্রতিটি মসজিদের অজুখানা জীবাণুনাশক সাবান অথবা স্যানিটাইজার রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদে নামাজ আদায়কালে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মুসল্লিরা মসজিদে সংরক্ষিত কার্পেট, জায়নামাজ ও টুপি ব্যবহার করতে পারবেন না। 
একইভাবে দেশের অন্য ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে। 

এসব নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মসজিদ কিংবা উপাসনালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে কাজ করার অনুরোধ জানানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত