ঢাকায় হচ্ছে প্রথম পোলট্রি সম্মেলন, প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৭: ৪০
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৯: ২২

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পোলট্রি সম্মেলন। ২৮ ও ২৯ জানুয়ারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এ সম্মেলন।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পোলট্রি প্রফেশনালস বাংলাদেশের (পিপিবি) উদ্যোগে প্রথম বাংলাদেশ পোলট্রি কনভেনশন-২০২৩ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য তাপস ঘোষ। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ৯টি সেশনে আলোচনা হবে। সম্মেলনের প্রথম দিন বাংলাদেশ পোলট্রি শিল্পের ওপর মুক্ত আলোচনা, টেকসই পোলট্রি উৎপাদনের জন্য খাদ্যনিরাপত্তা অনুশীলন, উদ্ভাবনী এবং স্মার্ট পোলট্রি চাষের রূপান্তর বিষয়ে আলোচনা হবে।

সম্মেলনের দ্বিতীয় দিন পোলট্রিপণ্যের আন্তর্জাতিক বাণিজ্য, দক্ষিণ এশিয়ায় পোলট্রি ও পোলট্রিপণ্যের বাণিজ্যিক সম্ভাবনা, পোলট্রি সাপ্লাই চেইন, নিরাপদ ডিম ও মাংস উৎপাদনের জন্য জৈব প্রযুক্তির প্রয়োগে বাংলাদেশের পরিপ্রেক্ষিত বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।

সম্মেলনে পোলট্রি খামারি, পোলট্রি পেশাজীবী, শিক্ষার্থীসহ ৬০০ জন চূড়ান্ত অংশগ্রহণকারী অংশ নেবেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক অঞ্জন মজুমদার প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত