নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের পর এবার চার সদস্য পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া এই চার সদস্য আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) আইডিআরএর বর্তমান চেয়ারম্যান ড. এম আসলাম আলমের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
চার সদস্যরা হলেন বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন (প্রশাসন), দলিল উদ্দিন (আইন), নজরুল ইসলাম (নন-লাইফ) ও কামরুল হাসান (লাইফ)।
গত ৫ আগস্ট-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুসারে তাঁরা পদত্যাগ করেছেন। শেখ হাসিনা সরকার তাঁদের চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মতো বিমা খাতের সংস্কারের অংশ হিসেবে এই তিন সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে।
আইডিআরএর তথ্যমতে, অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান ২০২৪ সালের ৩১ জানুয়ারি। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁকে এই নিয়োগ দেওয়া হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে প্রথমবারের মতো আইডিআরএর সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় ২০২০ সালের ১০ জুন। পরবর্তী সময় ২০২৩ সালের ৩০ মে দ্বিতীয় দফায় তাঁকে আরও তিন বছরের জন্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে আইডিআরএর সদস্য (লাইফ) পদে কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ২০২২ সালের ২৩ জুন। এদিন পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে তাঁদের নিয়োগের কথা জানায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
তবে কামরুল হাসান আইডিআরএ সদস্য (লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৭ জুন এবং মো. নজরুল ইসলাম কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৯ জুন। এই চারজনের মধ্যে কামরুল হাসানের বিরুদ্ধে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স থেকে মিটিংপ্রতি দুই লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের পর এবার চার সদস্য পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া এই চার সদস্য আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) আইডিআরএর বর্তমান চেয়ারম্যান ড. এম আসলাম আলমের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
চার সদস্যরা হলেন বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন (প্রশাসন), দলিল উদ্দিন (আইন), নজরুল ইসলাম (নন-লাইফ) ও কামরুল হাসান (লাইফ)।
গত ৫ আগস্ট-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুসারে তাঁরা পদত্যাগ করেছেন। শেখ হাসিনা সরকার তাঁদের চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মতো বিমা খাতের সংস্কারের অংশ হিসেবে এই তিন সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে।
আইডিআরএর তথ্যমতে, অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান ২০২৪ সালের ৩১ জানুয়ারি। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাঁকে এই নিয়োগ দেওয়া হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে প্রথমবারের মতো আইডিআরএর সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় ২০২০ সালের ১০ জুন। পরবর্তী সময় ২০২৩ সালের ৩০ মে দ্বিতীয় দফায় তাঁকে আরও তিন বছরের জন্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে আইডিআরএর সদস্য (লাইফ) পদে কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ২০২২ সালের ২৩ জুন। এদিন পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে তাঁদের নিয়োগের কথা জানায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
তবে কামরুল হাসান আইডিআরএ সদস্য (লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৭ জুন এবং মো. নজরুল ইসলাম কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৯ জুন। এই চারজনের মধ্যে কামরুল হাসানের বিরুদ্ধে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স থেকে মিটিংপ্রতি দুই লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত সরকারের আরও কয়েক ডজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী ও তাদের পরিবারকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নতুন কমিশন এই নিষেধাজ্ঞার অনুমোদন দেয় বলে সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে
২৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ ব্যারিয়ার ও সিকিউরিটি অ্যান্ড সার্ভিল্যান্স বক্স স্থাপন করা হয়েছে। ফলে আজ শুক্রবার ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় গাড়ি নিয়ে অনেকে ঘুরতে এসে ঢুকতে পারেননি। অনেকেই বলেছেন, এমন সিদ্ধান্তের কথা তারা জানতেন না। যানবাহন নিয়ন্ত্রণ ব্যারিয়ার স্থাপনের
১ ঘণ্টা আগেডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫। আজ শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নতুন ভর্তি হয়ে
৩ ঘণ্টা আগেকবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস
৪ ঘণ্টা আগে