মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার বিষয়ে নেওয়া পদক্ষেপ জানতে চান হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ২১: ১১

সব প্রক্রিয়া শেষেও কর্মীরা মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা, জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে রাষ্ট্রপক্ষকে তা জানাতে বলা হয়েছে। 

আজ রোববার এ সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন। 

আদালতে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার। তানভীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ২০ হাজার কর্মী অব্যবস্থাপনার কারণে মালয়েশিয়া যেতে পারেনি। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় ২০ হাজার কর্মীর ৩০ হাজার কোটি টাকা লুট। পরে ভিকটিমদের পক্ষে জনস্বার্থে মামলা করি।’ 

তিনি আরও বলেন, ‘হাইকোর্ট রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়েছেন, কী ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ব্যবস্থা না নিলে হাইকোর্ট বিষয়টি তদন্তের নির্দেশ দেবেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত