Ajker Patrika

প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে পাচ্ছি: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, মাওয়া থেকে
আপডেট : ২৫ জুন ২০২২, ১২: ২৮
প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে পাচ্ছি: ডা. জাফরুল্লাহ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমাদের স্বপ্নের যোগসূত্র। প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে পাচ্ছি। খুবই আনন্দিত।’ আজ শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি এসব কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘তবে ওনার (প্রধানমন্ত্রী) কাছে একটা আবেদন থাকবে, এটা দিয়ে সব ধরনের অ্যাম্বুলেন্সের টোল যেন না থাকে। যাতে টোল ফ্রি যাতায়াত করতে পারে। বিদেশি যাঁরা আসবেন, তাঁদের টোল যেন দ্বিগুণ নেওয়া হয়। অন্য দেশেও এমন নিয়ম।’ 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখন ওনার (প্রধানমন্ত্রী) নজর দিতে হবে দেশের গণতন্ত্রের দিকে। ওনার শুভেচ্ছা কামনা করছি। এই ঐতিহাসিক ক্ষণে দাওয়াত করেছেন, তাই ধন্যবাদ জানাচ্ছি।’ 

দাওয়াত পেয়েও বিএনপির না আসা প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ‘একইভাবে খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া উচিত ছিল। জামিন দিয়ে দাওয়াত দেওয়া উচিত ছিল। ভালো কাজ করেছেন, আসুক না। আমি (প্রধানমন্ত্রীকে) বলব, ঈদে গিয়ে দেখা করেন। ওনাদের ভালো কাজে আমি প্রশংসা করি। তবে বিএনপি কেন আসে নাই, এটা তাদের ব্যাপার। আমি কিছু বলব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত