অনলাইন ডেস্ক
বাংলাদেশের বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করতে চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল শুক্রবার তিনি এ চিঠি দেন। এটি ঢাকার নতুন সরকারের সঙ্গে শাহবাজ শরিফের প্রথম অফিশিয়াল যোগাযোগ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যায় বাংলাদেশের যাঁরা তাঁদের স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাঁদের পাশে আছে। আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’
ভারতে গত কয়েক দিনের টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধির জেরে সৃষ্ট বন্যায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়িসহ মোট ১১টি জেলা তলিয়ে গেছে। এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৫ লাখেরও বেশি মানুষ।
সশস্ত্র বাহিনী এবং স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গত লোকজনদের পাশে দাঁড়িয়েছেন।
এর আগে, ১৯ আগস্ট ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিলেন শাহবাজ শরিফ। সেই চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এ ছাড়া ৭ আগস্ট এক বার্তায় বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রতি সংহতি জানায় দেশটি।
বাংলাদেশের বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করতে চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল শুক্রবার তিনি এ চিঠি দেন। এটি ঢাকার নতুন সরকারের সঙ্গে শাহবাজ শরিফের প্রথম অফিশিয়াল যোগাযোগ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যায় বাংলাদেশের যাঁরা তাঁদের স্বজন, বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন, পাকিস্তানের জনগণ তাঁদের পাশে আছে। আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই বর্তমান সংকট কাটিয়ে উঠবে এবং এই কঠিন সময়ে আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’
ভারতে গত কয়েক দিনের টানা বর্ষণে নদীর পানি বৃদ্ধির জেরে সৃষ্ট বন্যায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়িসহ মোট ১১টি জেলা তলিয়ে গেছে। এ পর্যন্ত বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৫ লাখেরও বেশি মানুষ।
সশস্ত্র বাহিনী এবং স্থানীয় উদ্ধারকারীদের তৎপরতায় বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গত লোকজনদের পাশে দাঁড়িয়েছেন।
এর আগে, ১৯ আগস্ট ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছিলেন শাহবাজ শরিফ। সেই চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। এ ছাড়া ৭ আগস্ট এক বার্তায় বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রতি সংহতি জানায় দেশটি।
অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন (জেআরসি) বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার আনতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমি
৭ ঘণ্টা আগেফৌজদারি মামলায় কোনো আসামি আদালত থেকে অব্যাহতি পেলেও তিনি পুরোপুরি বিপদমুক্ত হন না। তার বিপদ কিছুটা থেকেই যায়। তবে ফৌজদারি মামলায় চার্জ গঠনের পর খালাস পেলে আসামি বিপদমুক্ত হন। একটি ফৌজদারি মামলা সংক্রান্ত সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করেন ম্যাজিস্ট্রেট আদালত কিংবা ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত।
৮ ঘণ্টা আগেঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হতে পারে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতি ও মানবাধিকারের ওপর প্রভাব ফেলবে।
৮ ঘণ্টা আগেনবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৯ ঘণ্টা আগে