নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘স্মার্ট বাংলাদেশ: এন্ডলেস পসিবিলিটিজ’ প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয় বছরের মতো বসতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। আগামী ২৭ ও ২৮ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সামিটের আয়োজন করা হয়েছে।
আজ রোববার রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর উদ্বোধন ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘দেশের স্টার্টআপগুলোতে ১০ বছরে এক বিলিয়ন ডলারের কাছাকাছি বিনিয়োগ এসেছে। আমরা স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম বিনিয়োগ আনতে। কারণ ব্যাংকগুলো স্টার্টআপকে ঋণ দিতে ভয় পায়।
তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশে ১ লাখ স্টার্টআপ গড়ে তোলা হবে, যেখানে ১ কোটি কর্মসংস্থান হবে। গত ১০ বছরে আমাদের ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়ার দ্রুত বর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্টার্টআপ সামিটের আয়োজন করা হয়েছে। এতে ৫৫টির বেশি আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থা এতে অংশ নেবে। ভারতের ইউনিকর্ন স্টার্টআপ আপগ্রেডের ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক, সিলিকন ভ্যালির গ্লোবাল স্টার্টআপস বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের মতো ব্যক্তিরা মূল অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এতে সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন সামিটের স্পনসর এসবিকে টেক ভেঞ্চারস এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার সোনিয়া বশির কবির, আমি প্রবাসী লিমিটেডের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার নামির আহমেদ নুরি প্রমুখ।
‘স্মার্ট বাংলাদেশ: এন্ডলেস পসিবিলিটিজ’ প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয় বছরের মতো বসতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ সামিট। আগামী ২৭ ও ২৮ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সামিটের আয়োজন করা হয়েছে।
আজ রোববার রাজধানীর আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’-এর উদ্বোধন ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘দেশের স্টার্টআপগুলোতে ১০ বছরে এক বিলিয়ন ডলারের কাছাকাছি বিনিয়োগ এসেছে। আমরা স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম বিনিয়োগ আনতে। কারণ ব্যাংকগুলো স্টার্টআপকে ঋণ দিতে ভয় পায়।
তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশে ১ লাখ স্টার্টআপ গড়ে তোলা হবে, যেখানে ১ কোটি কর্মসংস্থান হবে। গত ১০ বছরে আমাদের ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়ার দ্রুত বর্ধনশীল সম্ভাবনার বাজারগুলোর মধ্যে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্টার্টআপ সামিটের আয়োজন করা হয়েছে। এতে ৫৫টির বেশি আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থা এতে অংশ নেবে। ভারতের ইউনিকর্ন স্টার্টআপ আপগ্রেডের ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক, সিলিকন ভ্যালির গ্লোবাল স্টার্টআপস বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের মতো ব্যক্তিরা মূল অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এতে সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন সামিটের স্পনসর এসবিকে টেক ভেঞ্চারস এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার সোনিয়া বশির কবির, আমি প্রবাসী লিমিটেডের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার নামির আহমেদ নুরি প্রমুখ।
২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১ ঘণ্টা আগেগত ৫ মাসে (৪ আগস্ট ২০২৪ থেকে) সারা দেশের ৪০টি মাজারে ৪৪টি হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে...
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে...
৪ ঘণ্টা আগেলেবাননে আটকে পড়া আরও ৪৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সম্পূর্ণ সরকারি খরচে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়...
৫ ঘণ্টা আগে