নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, সেটি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।
সংস্থা দুটি হলো—ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। একই সঙ্গে তারা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কি না, সেটিও জানতে চেয়েছে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘নির্বাচন কেমন হবে, তা জানতে চান পর্যবেক্ষকেরা। তাঁরা জানতে চেয়েছেন আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না? আমরাও চাই নির্বাচন অবাধ হোক। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। মানবাধিকার কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, তা-ও জানিয়েছি।’
কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘নির্বাচনে পূর্ববতী ও পরবর্তী কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কি না তা-ও তাঁরা জানতে চেয়েছেন। আমরা বিস্তারিত জানিয়েছি। তাঁরা নির্বাচন-পরবর্তী অবস্থাও পর্যবেক্ষণ করবেন। একটি সহিংসতাপূর্ণ নির্বাচন সবার কাছেই চিন্তার বিষয়। সাম্প্রতিক সময়ের কিছু কিছু বিষয়ও হয়তো তাঁদের নজরে এসেছে। তাঁরা চান, যেই দলই ক্ষমতায় আসুক তারা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসে।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করেছি। সেখানে নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সময়ের আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কিছু দিকনির্দেশনাও দিয়েছি। এ বিষয়গুলো আজ নির্বাচন পর্যবেক্ষকদের জানিয়েছি। তাঁরা এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপির নেতা-কর্মীর আটকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্ঘাতমূলক কিছু না থাকলে লিফলেট বিতরণ করা যার যার অধিকার।’
কারাগারে বিএনপির আট নেতার মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিয়মিতভাবে কারাগারগুলো পরিদর্শন করছি। কারাগারে যেন কোনো ধরনের নির্যাতন না হয়, এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা বিভিন্ন সময় এ বিষয়টি জানিয়েছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, সেটি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।
সংস্থা দুটি হলো—ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। একই সঙ্গে তারা নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কি না, সেটিও জানতে চেয়েছে।
আজ শুক্রবার বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘নির্বাচন কেমন হবে, তা জানতে চান পর্যবেক্ষকেরা। তাঁরা জানতে চেয়েছেন আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না? আমরাও চাই নির্বাচন অবাধ হোক। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। মানবাধিকার কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, তা-ও জানিয়েছি।’
কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘নির্বাচনে পূর্ববতী ও পরবর্তী কোনো ধরনের সহিংসতার আশঙ্কা আছে কি না তা-ও তাঁরা জানতে চেয়েছেন। আমরা বিস্তারিত জানিয়েছি। তাঁরা নির্বাচন-পরবর্তী অবস্থাও পর্যবেক্ষণ করবেন। একটি সহিংসতাপূর্ণ নির্বাচন সবার কাছেই চিন্তার বিষয়। সাম্প্রতিক সময়ের কিছু কিছু বিষয়ও হয়তো তাঁদের নজরে এসেছে। তাঁরা চান, যেই দলই ক্ষমতায় আসুক তারা যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসে।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করেছি। সেখানে নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সময়ের আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কিছু দিকনির্দেশনাও দিয়েছি। এ বিষয়গুলো আজ নির্বাচন পর্যবেক্ষকদের জানিয়েছি। তাঁরা এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বিএনপির নেতা-কর্মীর আটকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্ঘাতমূলক কিছু না থাকলে লিফলেট বিতরণ করা যার যার অধিকার।’
কারাগারে বিএনপির আট নেতার মৃত্যুর বিষয়ে তিনি বলেন, ‘আমরা নিয়মিতভাবে কারাগারগুলো পরিদর্শন করছি। কারাগারে যেন কোনো ধরনের নির্যাতন না হয়, এ বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা বিভিন্ন সময় এ বিষয়টি জানিয়েছি।’
ঢাকার ঈদ উৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বহু শতাব্দীর ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক রীতিনীতির এক বর্ণিল প্রতিচ্ছবি। মুঘল আমল থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত এই উৎসবের রূপ ও রীতিতে অনেক পরিবর্তন এলেও এর মূল চেতনা আজও বহমান।
৬ মিনিট আগেজাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্য বিচারপতিগণ,উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ।
৩ ঘণ্টা আগেজাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্য বিচারপতিগণ,উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ।
৪ ঘণ্টা আগেরোববার রাজধানী ঢাকা থেকে তারাকান্দাগামী ৭৩৫ / ৭৩৬ অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ঠিকাদার মেসার্স টিপ টপ ক্যাটারারর্স এর ম্যানেজার টাকার বিনিময়ে খাবার গাড়িতে অবৈধভাবে টিকিটবিহীন যাত্রী ওঠায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তারা উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজারসহ জড়িতদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং পরবর্তী
১৫ ঘণ্টা আগে