নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একাধিকবার বলেছেন এ বছরের জুনেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এমন কথাই বলা হয়েছে। তবে গতকাল বুধবার সংসদে প্রধানমন্ত্রী চলতি বছরের শেষ নাগাদ পদ্মা সেতু উদ্বোধনের কথা বলেছেন। বিষয়টি নিয়ে পরে ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবার বললেন, জুনেই চালু হবে পদ্মা সেতু।
ফলে পদ্মা সেতুতে আসলে কবে থেকে গাড়ি চলবে, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে।
আজ বিকেলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এ বছরের শেষের দিকে পদ্মা সেতু চালু হবে। আমরা প্রত্যাশা করে আছি এ বছরের শেষ নাগাদ এটি চালু করতে পারব, এটা আমাদের প্রত্যাশা। আমাদের বছরটি শেষ হবে জুন মাসে। আমাদের ফিন্যান্সিয়াল (অর্থবছর) বছর যেটি জুনে শেষ হবে। আমরা বিশ্বাস করি, এর মধ্যে আমরা এটি চালু করতে পারব।’
চলতি বছরের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে বলে গতকাল বুধবার সংসদে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংসদ শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে। মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াডাক্ট কার্পেটিং, ওয়াটারপ্রুফ মেমব্রেন, মূল সেতু ও ভায়াডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, অ্যালুমিনিয়াম রেলিং, গ্যাসের পাইপলাইন, ৪০০ কেভিএ বিদ্যুৎ এবং রেললাইন নির্মাণের কাজ চলমান। ২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।’
পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে গত ৩ মার্চ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯২ শতাংশ এবং নদীশাসনের কাজ শেষ হয়েছে ৯০ দশমিক ৫০ শতাংশ। মূল সেতুর কার্পেটিং কাজ হয়েছে ৬৬ শতাংশ। গ্যাস পাইপলাইনের কাজের অগ্রগতি ৯৯ শতাংশ এবং ৪০০ কেভি বিদ্যুৎ লাইনের কাজের অগ্রগতি ৭৯ শতাংশ।
এ ছাড়া আগামী জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে একাধিকবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে প্রধানমন্ত্রীর মুখে সেই সময়সীমা পেছানোর তথ্যের ব্যাখ্যা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। উদ্বোধনের সময়সীমা পেছানোর বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা বলেছি ৩০ জুনের মধ্যে পদ্মা সেতু ওপেন করে দেব।’
তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু চালু হবে বলে প্রধানমন্ত্রী সংসদে জানিয়েছেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আসলে তো পদ্মা সেতু শেষ হওয়ার নির্ধারিত সময় ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত। আমরা চেষ্টা করছি যে, যদি সম্ভব হয়, দেখা যাক, আমি ওনার (প্রধানমন্ত্রী) সঙ্গেও কথা বলব যে উনি কী বলেন।’
সচিব আনোয়ারুল ইসলাম বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) যে কথাটি বলেছেন তার একটি লজিক হলো, রিসেন্টলি কিছু মালামাল আসতে সমস্যা হচ্ছে ইউক্রেন যুদ্ধের জন্য। এই মালামালগুলো মার্চ মাসে আসার কথা ছিল, কিন্তু এখন কিছুটা অনিশ্চয়তা চলে এসেছে। এ জন্য আমার মনে হয়, আমাদের একটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমাদের টাইম আছে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত।’ খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসব মালামাল আসবে। কিছু কিছু মালামাল আছে যেগুলো পৃথিবীতে একটা বা দু’টো দেশই বানায়। এখন এমনিতেও কোভিডের জন্য আসতে দেরি হচ্ছিল, এখন যুদ্ধের কারণে দেরি হচ্ছে।’
এদিকে পদ্মা সেতুর টোল প্রসঙ্গে জানতে চাইলে আজ অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পদ্মা সেতুতে আমরা যে পরিমাণ খরচ করেছি, সেটা পূর্ণমাত্রায় টোল বাবদ আদায় করব। আমরা অন্য প্রজেক্টগুলো থেকেও কিন্তু টোল আদায় করছি। টোলের হার এখনো ঠিক হয়নি। হলে আপনারা জানতে পারবেন।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার সঙ্গে হঠাৎ করে বাংলাদেশের অর্থনীতির তুলনা করছেন অনেকে। এ নিয়ে অস্বস্তিবোধ করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ আলোচনা তো আমরা করিনি। কেউ যদি আলোচনা করে সেটি তারা করতে পারে। সেটি আমাদের জন্য প্রযোজ্য কি না তা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনারা ভালোভাবেই জানেন আমাদের ফরেন এক্সচেঞ্জ (বৈদেশিক মুদ্রা) রিজার্ভও অনেক ওপরে আছে। আমাদের রেভিনিউ (রাজস্ব) বাড়ছে, রিজার্ভ বাড়ছে, ইনফ্লেশনও (মুদ্রাস্ফীতি) নিয়ন্ত্রিত। তাহলে সমস্যা কোথায়, আমাদের তো সমস্যা নাই। আমি মনে করি আমরা নিরাপদ।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একাধিকবার বলেছেন এ বছরের জুনেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এমন কথাই বলা হয়েছে। তবে গতকাল বুধবার সংসদে প্রধানমন্ত্রী চলতি বছরের শেষ নাগাদ পদ্মা সেতু উদ্বোধনের কথা বলেছেন। বিষয়টি নিয়ে পরে ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবার বললেন, জুনেই চালু হবে পদ্মা সেতু।
ফলে পদ্মা সেতুতে আসলে কবে থেকে গাড়ি চলবে, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে।
আজ বিকেলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এ বছরের শেষের দিকে পদ্মা সেতু চালু হবে। আমরা প্রত্যাশা করে আছি এ বছরের শেষ নাগাদ এটি চালু করতে পারব, এটা আমাদের প্রত্যাশা। আমাদের বছরটি শেষ হবে জুন মাসে। আমাদের ফিন্যান্সিয়াল (অর্থবছর) বছর যেটি জুনে শেষ হবে। আমরা বিশ্বাস করি, এর মধ্যে আমরা এটি চালু করতে পারব।’
চলতি বছরের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে বলে গতকাল বুধবার সংসদে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংসদ শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের উভয় প্রান্তে অ্যাপ্রোচ রোড ও সার্ভিস এরিয়ার কাজ শতভাগ শেষ হয়েছে। মূল সেতুর ভৌত অগ্রগতি ৯৬ দশমিক ৫০ শতাংশ। বর্তমানে সেতুতে কার্পেটিং, ভায়াডাক্ট কার্পেটিং, ওয়াটারপ্রুফ মেমব্রেন, মূল সেতু ও ভায়াডাক্টের মুভমেন্ট জয়েন্ট, ল্যাম্পপোস্ট, অ্যালুমিনিয়াম রেলিং, গ্যাসের পাইপলাইন, ৪০০ কেভিএ বিদ্যুৎ এবং রেললাইন নির্মাণের কাজ চলমান। ২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।’
পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে গত ৩ মার্চ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯২ শতাংশ এবং নদীশাসনের কাজ শেষ হয়েছে ৯০ দশমিক ৫০ শতাংশ। মূল সেতুর কার্পেটিং কাজ হয়েছে ৬৬ শতাংশ। গ্যাস পাইপলাইনের কাজের অগ্রগতি ৯৯ শতাংশ এবং ৪০০ কেভি বিদ্যুৎ লাইনের কাজের অগ্রগতি ৭৯ শতাংশ।
এ ছাড়া আগামী জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে একাধিকবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে প্রধানমন্ত্রীর মুখে সেই সময়সীমা পেছানোর তথ্যের ব্যাখ্যা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। উদ্বোধনের সময়সীমা পেছানোর বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা বলেছি ৩০ জুনের মধ্যে পদ্মা সেতু ওপেন করে দেব।’
তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু চালু হবে বলে প্রধানমন্ত্রী সংসদে জানিয়েছেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আসলে তো পদ্মা সেতু শেষ হওয়ার নির্ধারিত সময় ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত। আমরা চেষ্টা করছি যে, যদি সম্ভব হয়, দেখা যাক, আমি ওনার (প্রধানমন্ত্রী) সঙ্গেও কথা বলব যে উনি কী বলেন।’
সচিব আনোয়ারুল ইসলাম বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) যে কথাটি বলেছেন তার একটি লজিক হলো, রিসেন্টলি কিছু মালামাল আসতে সমস্যা হচ্ছে ইউক্রেন যুদ্ধের জন্য। এই মালামালগুলো মার্চ মাসে আসার কথা ছিল, কিন্তু এখন কিছুটা অনিশ্চয়তা চলে এসেছে। এ জন্য আমার মনে হয়, আমাদের একটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমাদের টাইম আছে ২০২২ এর ডিসেম্বর পর্যন্ত।’ খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসব মালামাল আসবে। কিছু কিছু মালামাল আছে যেগুলো পৃথিবীতে একটা বা দু’টো দেশই বানায়। এখন এমনিতেও কোভিডের জন্য আসতে দেরি হচ্ছিল, এখন যুদ্ধের কারণে দেরি হচ্ছে।’
এদিকে পদ্মা সেতুর টোল প্রসঙ্গে জানতে চাইলে আজ অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পদ্মা সেতুতে আমরা যে পরিমাণ খরচ করেছি, সেটা পূর্ণমাত্রায় টোল বাবদ আদায় করব। আমরা অন্য প্রজেক্টগুলো থেকেও কিন্তু টোল আদায় করছি। টোলের হার এখনো ঠিক হয়নি। হলে আপনারা জানতে পারবেন।’
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার সঙ্গে হঠাৎ করে বাংলাদেশের অর্থনীতির তুলনা করছেন অনেকে। এ নিয়ে অস্বস্তিবোধ করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ আলোচনা তো আমরা করিনি। কেউ যদি আলোচনা করে সেটি তারা করতে পারে। সেটি আমাদের জন্য প্রযোজ্য কি না তা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনারা ভালোভাবেই জানেন আমাদের ফরেন এক্সচেঞ্জ (বৈদেশিক মুদ্রা) রিজার্ভও অনেক ওপরে আছে। আমাদের রেভিনিউ (রাজস্ব) বাড়ছে, রিজার্ভ বাড়ছে, ইনফ্লেশনও (মুদ্রাস্ফীতি) নিয়ন্ত্রিত। তাহলে সমস্যা কোথায়, আমাদের তো সমস্যা নাই। আমি মনে করি আমরা নিরাপদ।’
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভক্তি, কার্যকর নেতৃত্বের অভাব ও রাখাইনে নিবর্তনমূলক তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না ওঠা তাঁদের প্রত্যাবাসনের ক্ষেত্রে অন্যতম বাধা। এমনটাই মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।
২১ মিনিট আগেসরকারি পর্যায়ে সামাজিক সুরক্ষা কার্যক্রমের বরাদ্দ করা বাজেটের খুব কমই পায় দরিদ্ররা। বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী, চা শ্রমিক, হিজড়া, বেদে ও ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যে নগদ অর্থ পায়, তার পরিমাণ খুবই সামান্য। দেখা গেছে, সামাজিক সুরক্ষা কার্যক্রমের বাজেটের অর্ধেক বা তারও বেশি সুব
৪১ মিনিট আগেবাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে মানুষের মতামত জানতে ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে একটি জনমত জরিপ পরিচালিত হয়েছে। টেলিফোনে এই জরিপে অংশ নিয়েছেন দেশের আটটি বিভাগের ১ হাজার মানুষ।
১ ঘণ্টা আগেগত ৫ আগস্টের পর থেকে পলাতক ১৮৭ জন পুলিশ সদস্যের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে। এমনকি তাঁদের গ্রেপ্তারে আলাদা টিমও গঠন করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগে