অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে। এ জন্য নির্দিষ্ট বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের সিংহভাগ অর্থ যাতে চিকিৎসার কাজে ব্যয় করা যায়, তার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার। গত ২৮ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বাজেট অধিশাখার উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠি এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা বলেন, কর মওকুফের জন্য আবেদন জানিয়েছে। এনবিআর বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
চিঠিতে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে আহত রোগীদের চোখের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ পাঁচজন চিকিৎসক ১ ও ২ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থান করবেন। আহত রোগীদের চোখের চিকিৎসা দেবেন। বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবারের ব্যয় ও উড়োজাহাজ ভাড়া বাবদ ৫৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে আহত রোগীদের চোখের চিকিৎসাসেবার করসংক্রান্ত প্রজ্ঞাপনে ২০ শতাংশ হারে করারোপের বিধান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দিতে বিদেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি বা পরামর্শ দেওয়া এবং এ-সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য সেবার ক্ষেত্রে মূসক (ভ্যাট) ও কর কাটা হলে সংশ্লিষ্ট খাতে মূল বরাদ্দে অর্থের সংস্থান কমে যাবে। ফলে সংশ্লিষ্ট খাতের ভ্যাট ও কর মওকুফ করা প্রয়োজন।
ভবিষ্যতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দিতে পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বাংলাদেশে ভ্রমণ, অবস্থান ও চিকিৎসাসেবা বা পরামর্শ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে। এ জন্য নির্দিষ্ট বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের সিংহভাগ অর্থ যাতে চিকিৎসার কাজে ব্যয় করা যায়, তার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার। গত ২৮ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বাজেট অধিশাখার উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠি এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা বলেন, কর মওকুফের জন্য আবেদন জানিয়েছে। এনবিআর বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
চিঠিতে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে আহত রোগীদের চোখের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ পাঁচজন চিকিৎসক ১ ও ২ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থান করবেন। আহত রোগীদের চোখের চিকিৎসা দেবেন। বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবারের ব্যয় ও উড়োজাহাজ ভাড়া বাবদ ৫৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানে আহত রোগীদের চোখের চিকিৎসাসেবার করসংক্রান্ত প্রজ্ঞাপনে ২০ শতাংশ হারে করারোপের বিধান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দিতে বিদেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফি বা পরামর্শ দেওয়া এবং এ-সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য সেবার ক্ষেত্রে মূসক (ভ্যাট) ও কর কাটা হলে সংশ্লিষ্ট খাতে মূল বরাদ্দে অর্থের সংস্থান কমে যাবে। ফলে সংশ্লিষ্ট খাতের ভ্যাট ও কর মওকুফ করা প্রয়োজন।
ভবিষ্যতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসাসেবা দিতে পৃথিবীর বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বাংলাদেশে ভ্রমণ, অবস্থান ও চিকিৎসাসেবা বা পরামর্শ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তাঁর সরকার সেখানে অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠাতে শুরু করেছে। দেশটিতে ‘অবৈধ’ বাংলাদেশিও আছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। এই অভিযোগে বাংলাদেশের নাগরিকদেরও ফেরত পাঠানো শুরু করেছে তারা।
২ ঘণ্টা আগেগ্রামীণ ব্যাংকের ওপর থেকে সরকারের একক কর্তৃক ঝেড়ে ফেলতে আইনে সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন এই অধ্যাদেশ জারি হলে সরকার ব্যাংকটিতে শুধু দুজন পরিচালক নিয়োগ দিতে পারবে। এর বাইরে সব ক্ষমতা বোর্ডের হাতে ন্যস্ত হবে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের মালিকানায় সরকারের অংশ...
২ ঘণ্টা আগেস্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করেছেন লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি..
৫ ঘণ্টা আগেসেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মধ্য আফ্রিকার দেশটির চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধানকে সম্মানসূচক এ পদক দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে