ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ২২: ০৪

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণা করে গেজেট প্রকাশের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। আবেদনটি শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ দিন ধার্য করেন।

নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন পৃথক চারটি রিট আবেদন করেন।

এসব আবেদনে সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীর বৈধতা এবং ২০১৮ সালের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইনের দুটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত