নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক, শ্রমিক, ট্রেড ইউনিয়নসহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ‘আমরা মনে হয় সবাই দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছি। মালিকপক্ষ ন্যায্য বেতন–ভাতাদি পরিশোধে সব ক্ষেত্রে শ্রমিকদের হিউমিলিয়েট করে সেটা সঠিক নয়।’
আজ শুক্রবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
সচিব বলেন, ‘আমি ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টামণ্ডলী, মালিক-শ্রমিক সকল পক্ষের সঙ্গে আলোচনা করে আপনাদের সবার সহযোগিতায় বিদ্যমান শ্রমিক অসন্তোষ কিছুটা হলেও প্রশমিত করা গেছে। বাংলাদেশ সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, স্থানীয় প্রশাসন, ডাইফি ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা সবাই মিলে মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে দিন-রাত কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘যৌথ বাহিনী শ্রমঘন এলাকায় রোদ–বৃষ্টি উপেক্ষা করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। ১৮ দফা যৌথ ঘোষণা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। ৯৯ শতাংশ কারখানা এখন পূর্ণ উৎপাদনে রয়েছে। হাতে গোনা কয়েকটি ফ্যাক্টরির সমস্যা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে যাচ্ছি। প্রবল সংকটে থাকা এমন চারটি বড় ফ্যাক্টরির সমস্যা শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে সমাধানও করা হয়েছে। ছয়জন সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গঠনের পর গতকাল বিকেলে প্রায় তিন ঘণ্টা এসব বিষয়ে সভা করে সমাধানের পথ বের করা হয়েছে।’
শ্রমসচিব বলেন, ‘সরকারের ঐকান্তিক চেষ্টা এবং প্রচেষ্টা যতটুকু সম্ভব অব্যাহত রাখা হচ্ছে। ইতিমধ্যে শ্রম অধিকার কমিশন কাজ শুরু করেছে। গতকাল শ্রম ভবনে সুলতান কমিশনের প্রথম মিটিং শেষে গুরুত্বপূর্ণ আলোচনা এবং কার্যক্রম শুরু করা হয়েছে। এত সব কার্যক্রমের পরেও গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটে কালিয়াকৈরের চন্দ্রায় মাহমুদ গার্মেন্টসের মালিক রাফি মাহমুদকে তাঁর শ্রমিকেরা ফ্যাক্টরিতে অবরুদ্ধ করে পিটিয়ে যেভাবে জখম করেছে, তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়। সেখানে এর থেকে ভয়ংকর কিছু ঘটতে পারত।’
শ্রম ও কর্মসংস্থান সচিব তাঁর আশু সুস্বাস্থ্য কামনা করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আর এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শ্রমিকদের বকেয়া বেতন–ভাতাদি পরিশোধে সমস্যা থাকলে শ্রম আইনের আওতায় সমাধানের জন্য সব পক্ষকে অনুসরণের আহ্বান জানিয়েছেন।
চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক, শ্রমিক, ট্রেড ইউনিয়নসহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ‘আমরা মনে হয় সবাই দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছি। মালিকপক্ষ ন্যায্য বেতন–ভাতাদি পরিশোধে সব ক্ষেত্রে শ্রমিকদের হিউমিলিয়েট করে সেটা সঠিক নয়।’
আজ শুক্রবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
সচিব বলেন, ‘আমি ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টামণ্ডলী, মালিক-শ্রমিক সকল পক্ষের সঙ্গে আলোচনা করে আপনাদের সবার সহযোগিতায় বিদ্যমান শ্রমিক অসন্তোষ কিছুটা হলেও প্রশমিত করা গেছে। বাংলাদেশ সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, স্থানীয় প্রশাসন, ডাইফি ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা সবাই মিলে মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে দিন-রাত কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘যৌথ বাহিনী শ্রমঘন এলাকায় রোদ–বৃষ্টি উপেক্ষা করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। ১৮ দফা যৌথ ঘোষণা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। ৯৯ শতাংশ কারখানা এখন পূর্ণ উৎপাদনে রয়েছে। হাতে গোনা কয়েকটি ফ্যাক্টরির সমস্যা নিয়ে আমরা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে যাচ্ছি। প্রবল সংকটে থাকা এমন চারটি বড় ফ্যাক্টরির সমস্যা শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে সমাধানও করা হয়েছে। ছয়জন সম্মানিত উপদেষ্টামণ্ডলীর সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গঠনের পর গতকাল বিকেলে প্রায় তিন ঘণ্টা এসব বিষয়ে সভা করে সমাধানের পথ বের করা হয়েছে।’
শ্রমসচিব বলেন, ‘সরকারের ঐকান্তিক চেষ্টা এবং প্রচেষ্টা যতটুকু সম্ভব অব্যাহত রাখা হচ্ছে। ইতিমধ্যে শ্রম অধিকার কমিশন কাজ শুরু করেছে। গতকাল শ্রম ভবনে সুলতান কমিশনের প্রথম মিটিং শেষে গুরুত্বপূর্ণ আলোচনা এবং কার্যক্রম শুরু করা হয়েছে। এত সব কার্যক্রমের পরেও গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটে কালিয়াকৈরের চন্দ্রায় মাহমুদ গার্মেন্টসের মালিক রাফি মাহমুদকে তাঁর শ্রমিকেরা ফ্যাক্টরিতে অবরুদ্ধ করে পিটিয়ে যেভাবে জখম করেছে, তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়। সেখানে এর থেকে ভয়ংকর কিছু ঘটতে পারত।’
শ্রম ও কর্মসংস্থান সচিব তাঁর আশু সুস্বাস্থ্য কামনা করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আর এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শ্রমিকদের বকেয়া বেতন–ভাতাদি পরিশোধে সমস্যা থাকলে শ্রম আইনের আওতায় সমাধানের জন্য সব পক্ষকে অনুসরণের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
২ মিনিট আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
৩ ঘণ্টা আগেগত ৫ মাসে (৪ আগস্ট ২০২৪ থেকে) সারা দেশের ৪০টি মাজারে ৪৪টি হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে...
৬ ঘণ্টা আগে