নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ তারিখ ধার্য করেন। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।
আজ চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক আইনজীবী মহসিন রশীদ। শুনানিতে তিনি বলেন, ‘এমন বক্তব্য দুঃখজনক। আমরা চাচ্ছি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে দেবেন।’
এ সময় আদালত বলেন, ‘কোর্টের রায় নিয়ে নানা লোকে নানা কথা বলেন। রায় পক্ষে গেলে এক রকম, বিপক্ষে গেলে অন্য রকম কথা বলেন। একটি রায় নিয়ে প্রধান বিচারপতির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে—এমন ঘটনাও ঘটেছে। তখন তো কেউ আসেনি। রাজনীতিবিদেরা অনেক কথাই বলেন।’
জবাবে মহসিন রশীদ বলেন, ‘এ ধরনের আদালত অবমাননার অভিযোগ আমলে নেওয়া উচিত।’ এরপর আদালত শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেন। শুনানির সময় চেম্বার বিচারপতির আদালতে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থক শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহ আহমেদ বাদল এ আবেদন করেন। আবেদনে আদালত অবমাননার অভিযোগে মেয়র তাপসকে সশরীরে তলবের নির্দেশনা চাওয়া হয়।
মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ তারিখ ধার্য করেন। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।
আজ চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক আইনজীবী মহসিন রশীদ। শুনানিতে তিনি বলেন, ‘এমন বক্তব্য দুঃখজনক। আমরা চাচ্ছি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে দেবেন।’
এ সময় আদালত বলেন, ‘কোর্টের রায় নিয়ে নানা লোকে নানা কথা বলেন। রায় পক্ষে গেলে এক রকম, বিপক্ষে গেলে অন্য রকম কথা বলেন। একটি রায় নিয়ে প্রধান বিচারপতির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে—এমন ঘটনাও ঘটেছে। তখন তো কেউ আসেনি। রাজনীতিবিদেরা অনেক কথাই বলেন।’
জবাবে মহসিন রশীদ বলেন, ‘এ ধরনের আদালত অবমাননার অভিযোগ আমলে নেওয়া উচিত।’ এরপর আদালত শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেন। শুনানির সময় চেম্বার বিচারপতির আদালতে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থক শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহ আহমেদ বাদল এ আবেদন করেন। আবেদনে আদালত অবমাননার অভিযোগে মেয়র তাপসকে সশরীরে তলবের নির্দেশনা চাওয়া হয়।
নির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার বলে জানিয়েছেন ভূমি, পর্যটন ও বেসামরিক বিমান উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। আজ শুক্রবার রাজধানীর শের-ই-বাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
৫ মিনিট আগেঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে। সহজ হয়েছে সাক্ষাৎকারবিহীন ভিসা আবেদন প্রক্রিয়া। বিস্তারিত জানুন।
১০ মিনিট আগেথাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ভ্রমণের ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সরকার। স্ক্যাম চক্রের প্রতারণা এড়াতে নিয়োগ যাচাই এবং সাইবার নিরাপত্তা মেনে চলার পরামর্শ।
৩ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৯ ঘণ্টা আগে