Ajker Patrika

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ১৪ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুন ২০২৩, ১৮: ২৩
মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ১৪ আগস্ট

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ তারিখ ধার্য করেন। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।

আজ চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করেন সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক আইনজীবী মহসিন রশীদ। শুনানিতে তিনি বলেন, ‘এমন বক্তব্য দুঃখজনক। আমরা চাচ্ছি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে দেবেন।’

এ সময় আদালত বলেন, ‘কোর্টের রায় নিয়ে নানা লোকে নানা কথা বলেন। রায় পক্ষে গেলে এক রকম, বিপক্ষে গেলে অন্য রকম কথা বলেন। একটি রায় নিয়ে প্রধান বিচারপতির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে—এমন ঘটনাও ঘটেছে। তখন তো কেউ আসেনি। রাজনীতিবিদেরা অনেক কথাই বলেন।’

জবাবে মহসিন রশীদ বলেন, ‘এ ধরনের আদালত অবমাননার অভিযোগ আমলে নেওয়া উচিত।’ এরপর আদালত শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন ধার্য করেন। শুনানির সময় চেম্বার বিচারপতির আদালতে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থক শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে গতকাল রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহ আহমেদ বাদল এ আবেদন করেন। আবেদনে আদালত অবমাননার অভিযোগে মেয়র তাপসকে সশরীরে তলবের নির্দেশনা চাওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত