নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো সহিংসতা হতে পারে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধিদল। আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচনের সময় কোনো প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগলে বা কোনো দল বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ করলে কী হবে—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তা জানতে চেয়েছে ঢাকায় সফররত পর্যবেক্ষকদল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন কীভাবে হবে, তা পর্যবেক্ষণ করতে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। এবার তাদের প্রতিনিধিদলের নেতা ২০১৮ সালের নির্বাচনেও এসেছিলেন। নির্বাচনের সময় কোনো সহিংসতা হতে পারে বলে শঙ্কা করছি কিনা—তা জানতে চেয়েছে তারা।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি সহিংস ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়েছি। এখানে এখন শান্তির সুবাতাস বইছে। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’
আজকের বৈঠকে সহিংসতার বিষয়টি এসেছেন কেন—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা বলেছেন, যারা নির্বাচনে প্রার্থী হবেন, তাঁদের নিরাপত্তা আমরা দিতে পারব কিনা? তাঁরা জিজ্ঞাসা করেছেন, বিরোধী দল নির্বাচনে এলে সঠিকভাবে তারা প্রচার চালাতে পারবে কিনা। আমরা বলে দিয়েছি, নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা সর্বময় ক্ষমতাধর ব্যক্তি। তাঁর নেতৃত্বে সেই এলাকার নির্বাচন হবে। এ বিষয়ে তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এমনকি প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতার কথাও বলা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব মিলিয়ে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনে হবে, এমন প্রত্যাশাই তাঁরা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান তিনি প্রতিনিধিদলের সদস্যদের বলেছেন, ‘এই নির্বাচন কমিশন এরই মধ্যে ৫ হাজার ৩০০টি নির্বাচন পরিচালনা করেছে। নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনী নির্বাচন কমিশনের অধীন থাকে। এখানের পুলিশ সুপ্রশিক্ষিত। কীভাবে নির্বাচনকে পরিচালনা করতে হয়, তা তারা জানে। আগের মতো সহিংসতা দেশে হয় না। নির্বাচনের সময় এখানে কোনো অসুবিধা হবে বলে মনে করি না। আগে ৮০ ও ৯০–এর দশকে সহিংসতা হলেও এখন দেশে এমন কিছু ঘটে না।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো সহিংসতা হতে পারে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধিদল। আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।
নির্বাচনের সময় কোনো প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগলে বা কোনো দল বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ করলে কী হবে—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তা জানতে চেয়েছে ঢাকায় সফররত পর্যবেক্ষকদল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন কীভাবে হবে, তা পর্যবেক্ষণ করতে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। এবার তাদের প্রতিনিধিদলের নেতা ২০১৮ সালের নির্বাচনেও এসেছিলেন। নির্বাচনের সময় কোনো সহিংসতা হতে পারে বলে শঙ্কা করছি কিনা—তা জানতে চেয়েছে তারা।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি সহিংস ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়েছি। এখানে এখন শান্তির সুবাতাস বইছে। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’
আজকের বৈঠকে সহিংসতার বিষয়টি এসেছেন কেন—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা বলেছেন, যারা নির্বাচনে প্রার্থী হবেন, তাঁদের নিরাপত্তা আমরা দিতে পারব কিনা? তাঁরা জিজ্ঞাসা করেছেন, বিরোধী দল নির্বাচনে এলে সঠিকভাবে তারা প্রচার চালাতে পারবে কিনা। আমরা বলে দিয়েছি, নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা সর্বময় ক্ষমতাধর ব্যক্তি। তাঁর নেতৃত্বে সেই এলাকার নির্বাচন হবে। এ বিষয়ে তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এমনকি প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতার কথাও বলা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব মিলিয়ে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনে হবে, এমন প্রত্যাশাই তাঁরা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান তিনি প্রতিনিধিদলের সদস্যদের বলেছেন, ‘এই নির্বাচন কমিশন এরই মধ্যে ৫ হাজার ৩০০টি নির্বাচন পরিচালনা করেছে। নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনী নির্বাচন কমিশনের অধীন থাকে। এখানের পুলিশ সুপ্রশিক্ষিত। কীভাবে নির্বাচনকে পরিচালনা করতে হয়, তা তারা জানে। আগের মতো সহিংসতা দেশে হয় না। নির্বাচনের সময় এখানে কোনো অসুবিধা হবে বলে মনে করি না। আগে ৮০ ও ৯০–এর দশকে সহিংসতা হলেও এখন দেশে এমন কিছু ঘটে না।’
হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিশিষ্ট নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি। ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) নির্বাহী কমিটির সকল কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক তানিয়া শার্মী এ আদেশ দেন...
৩ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয়ের ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেকের...
৩ ঘণ্টা আগেরাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নতুন মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার
৪ ঘণ্টা আগে