মিথ্যা মামলা প্রত্যাহারে ১৬৪৩০ নম্বরে কলে মিলবে আইনি সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ২৩: ২৬

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিদায়ী সরকারের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনি সহায়তায় জরুরি হেল্পলাইন ১৬৪৩০ সেবা চালু করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিগত সরকারের দায়েরকৃত মামলায় মিথ্যা অভিযোগ ও হয়রানির শিকার হলে তাকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার লিগ্যাল এইড হেল্পলাইন কলসেন্টারের ১৬৪৩০ নম্বরের (টোল ফ্রি) মাধ্যমে ভিকটিম সাপোর্ট বা আইনি সহায়তা দেওয়া হবে। আইনি সহায়তা পেতে অফিস সময়ের মধ্যে লিগ্যাল এইড হেল্পলাইনে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। 

বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেছিলেন ঢাকা শহরে যে মিথ্যা, হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলো বৃহস্পতিবারের মধ্যে এবং সারা দেশে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত