নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা হলেও সিন্ডিকেটের কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বলে সংসদে অভিযোগ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।
আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার পরেও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এ নিয়ে দেশটির সঙ্গে সমঝোতা স্মরক সই হয়েছে।
জাপার এমপি রুস্তম আলী ফরাজী বলেন, ‘সবকিছু হওয়ার পরে এখানকার (বাংলাদেশ) মন্ত্রী ওখানে বারবার গেলেন, ওনাদের (মালয়েশিয়া) মানবসম্পদ মন্ত্রী বললেন আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানান। আমরা নেব।’
এমপি বলেন, ‘আমাদের দেশ থেকে বারবার সফর করেও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সিন্ডিকেটের কারণে। কয়েকটা বিশেষ গোষ্ঠীকে আমরা যদি সুযোগ দিই, তাহলে দাম বেড়ে যাবে। এখন মালয়েশিয়ায় যাওয়া যায় ১ লাখ ২৫ হাজার টাকা থেকে দেড় লাখ টাকায়। কিন্তু পরে লাগবে ৩ থেকে ৪ লাখ টাকা। আমাদের দেশের নিম্নবিত্ত ও সাধারণ মানুষ কী করে এ টাকা সংগ্রহ করবে!’
মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাপার এ এমপি বলেন, ‘তালবাহানা না করে, আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। সবাইকে ছেড়ে দেন, ওনাদের সঙ্গে আলোচনা করুন, যাতে অল্প পয়সায় যেতে পারে, সে ব্যবস্থা করুন। দেশের মানুষ এটা চায়।’
সাধারণ ঘরের সন্তানেরা মালয়েমিয়া গেলে রেমিট্যান্স আসবে উল্লেখ করে রুস্তম আলী বলেন, ‘অর্থমন্ত্রীর অর্থনৈতিক ভাণ্ডার সমৃদ্ধ হবে। দেশের কর্ম সংস্থান হবে, আয় বাড়বে এবং বেকারত্ব দূর হবে।’
সমস্যার আশু সমাধানে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ যাতে মালয়েশিয়ায় যেতে সেই ব্যবস্থা ত্বরিৎ করতে পারে।’
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা হলেও সিন্ডিকেটের কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বলে সংসদে অভিযোগ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।
আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার পরেও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এ নিয়ে দেশটির সঙ্গে সমঝোতা স্মরক সই হয়েছে।
জাপার এমপি রুস্তম আলী ফরাজী বলেন, ‘সবকিছু হওয়ার পরে এখানকার (বাংলাদেশ) মন্ত্রী ওখানে বারবার গেলেন, ওনাদের (মালয়েশিয়া) মানবসম্পদ মন্ত্রী বললেন আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানান। আমরা নেব।’
এমপি বলেন, ‘আমাদের দেশ থেকে বারবার সফর করেও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সিন্ডিকেটের কারণে। কয়েকটা বিশেষ গোষ্ঠীকে আমরা যদি সুযোগ দিই, তাহলে দাম বেড়ে যাবে। এখন মালয়েশিয়ায় যাওয়া যায় ১ লাখ ২৫ হাজার টাকা থেকে দেড় লাখ টাকায়। কিন্তু পরে লাগবে ৩ থেকে ৪ লাখ টাকা। আমাদের দেশের নিম্নবিত্ত ও সাধারণ মানুষ কী করে এ টাকা সংগ্রহ করবে!’
মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাপার এ এমপি বলেন, ‘তালবাহানা না করে, আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। সবাইকে ছেড়ে দেন, ওনাদের সঙ্গে আলোচনা করুন, যাতে অল্প পয়সায় যেতে পারে, সে ব্যবস্থা করুন। দেশের মানুষ এটা চায়।’
সাধারণ ঘরের সন্তানেরা মালয়েমিয়া গেলে রেমিট্যান্স আসবে উল্লেখ করে রুস্তম আলী বলেন, ‘অর্থমন্ত্রীর অর্থনৈতিক ভাণ্ডার সমৃদ্ধ হবে। দেশের কর্ম সংস্থান হবে, আয় বাড়বে এবং বেকারত্ব দূর হবে।’
সমস্যার আশু সমাধানে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ যাতে মালয়েশিয়ায় যেতে সেই ব্যবস্থা ত্বরিৎ করতে পারে।’
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগের সঙ্গে অতিরিক্ত আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
৩০ মিনিট আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এটি অনুমোদন করা হয়।
৩৫ মিনিট আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা-২৪ বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।
১ ঘণ্টা আগেঅসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও পানীয়র মোড়কে এসব উপাদানের বিষয়ে সতর্কবার্তা দেওয়ার নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবা বিভাগকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে