নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিশোরগঞ্জের ভৈরবে ২৩ অক্টোবর রেল দুর্ঘটনায় লোক মাস্টারদের (রেল চালক) গাফিলতিকে বড় করে দেখছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। একই সঙ্গে নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
রেলপথ মন্ত্রী বলেন, ‘তারা তদন্ত করে দেখছেন শুধুমাত্র সিগনাল (সংকেত) অমান্য করার কারণেই দুর্ঘটনা ঘটেছে নাকি তার পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য আছে। প্রাথমিকভাবে চালকদের ভুলের কারণে এমনটি হয়েছে। তারা সংকেত অমান্য করে ট্রেন চালিয়েছে।’
নাশকতার আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা দেখেছে এ ছাড়া সেখানে লাইনের ওপর কিছু হয়েছে কি না। কারণ এর আগেও ২০১৩ সালে ২০১৪ সালে রেল নিয়ে নাশকতা হয়েছে, রেলের ওপর আঘাত এসেছে, পুড়িয়ে দিয়েছে, স্ক্রু খুলে ফেলেছে, ঢিল মারা হতো।’
রেলপথ মন্ত্রী বলেন, এ ঘটনায় রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ৷ এ ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ তবে প্রাথমিকভাবে তাদের ধারণা লোক মাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে ৷
মন্ত্রী বলেন, সংকেত আগেই দেওয়া থাকে। সেটা দেখেই চালক যাবে। সেখানে থামার সংকেত দেওয়া ছিল। সেটা অমান্য করেই সে (চালক) এসেছে।
তবে শুধুমাত্র চালকের দায় কেন দেওয়া হচ্ছে তার উত্তরে মন্ত্রী বলেন, রেলের লোকোমোটিভ মাস্টার নিয়োগ বন্ধ ছিল। ফলে লোকবল সংকটে অবসরে থাকা লোকমাস্টাদের আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এমন ২৪ জন কে চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে। তারা অন্যদের প্রশিক্ষণ দিচ্ছে। সেখানে ৩ থেকে ১২ বছর লাগছে লোকমাস্টার হতে। এসব ঘাটতির কারণে এমন হচ্ছে। এখানে অদক্ষ নয় বরং বয়স্ক হওয়ার কারণও আছে।
মন্ত্রী বলেন, তবে ওই ট্রেনে যে লোকমাস্টার ছিলেন তাঁর বয়স ছিল ৪৫ বছর। এই কারণে তার থেকে এটা হওয়ার কথা নয়। প্রাথমিকভাবে ট্রাফিক বিভাগের কোনো ভুল ছিল না।
রেলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যে দুর্ঘটনা হয় সেখানে ২১ জন নিহত হয়েছিল উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আবার একটি বড় দুর্ঘটনা ঘটল ৷ এ ঘটনায় সব মিলে মোট ২০ জন মারা গেছেন ৷ এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন ৷
নূরুল ইসলাম সুজন বলেন, ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর তিনি দেশের বাইরে ছিলেন। তারা ব্যক্তিগত সেক্রেটারিও ছিলেন সে সফরে ৷ আরও কয়েকজন গিয়েছিলেন ৷ ২৭ অক্টোবর অবধি সেখানে অবস্থানের কথা ছিল ৷ কিন্তু এ দুর্ঘটনার পর তিনি যাত্রা বাতিল করে গতকাল রাতেই ঢাকা এসেছেন।
এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে এক লাখ টাকা ও এ ছাড়া যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ রেল কর্তৃপক্ষ বহন করবে বলে জানান তিনি।
কিশোরগঞ্জের ভৈরবে ২৩ অক্টোবর রেল দুর্ঘটনায় লোক মাস্টারদের (রেল চালক) গাফিলতিকে বড় করে দেখছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। একই সঙ্গে নাশকতার কোনো পরিকল্পনা ছিল কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
রেলপথ মন্ত্রী বলেন, ‘তারা তদন্ত করে দেখছেন শুধুমাত্র সিগনাল (সংকেত) অমান্য করার কারণেই দুর্ঘটনা ঘটেছে নাকি তার পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য আছে। প্রাথমিকভাবে চালকদের ভুলের কারণে এমনটি হয়েছে। তারা সংকেত অমান্য করে ট্রেন চালিয়েছে।’
নাশকতার আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যা দেখেছে এ ছাড়া সেখানে লাইনের ওপর কিছু হয়েছে কি না। কারণ এর আগেও ২০১৩ সালে ২০১৪ সালে রেল নিয়ে নাশকতা হয়েছে, রেলের ওপর আঘাত এসেছে, পুড়িয়ে দিয়েছে, স্ক্রু খুলে ফেলেছে, ঢিল মারা হতো।’
রেলপথ মন্ত্রী বলেন, এ ঘটনায় রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ৷ এ ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ তবে প্রাথমিকভাবে তাদের ধারণা লোক মাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে ৷
মন্ত্রী বলেন, সংকেত আগেই দেওয়া থাকে। সেটা দেখেই চালক যাবে। সেখানে থামার সংকেত দেওয়া ছিল। সেটা অমান্য করেই সে (চালক) এসেছে।
তবে শুধুমাত্র চালকের দায় কেন দেওয়া হচ্ছে তার উত্তরে মন্ত্রী বলেন, রেলের লোকোমোটিভ মাস্টার নিয়োগ বন্ধ ছিল। ফলে লোকবল সংকটে অবসরে থাকা লোকমাস্টাদের আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এমন ২৪ জন কে চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে। তারা অন্যদের প্রশিক্ষণ দিচ্ছে। সেখানে ৩ থেকে ১২ বছর লাগছে লোকমাস্টার হতে। এসব ঘাটতির কারণে এমন হচ্ছে। এখানে অদক্ষ নয় বরং বয়স্ক হওয়ার কারণও আছে।
মন্ত্রী বলেন, তবে ওই ট্রেনে যে লোকমাস্টার ছিলেন তাঁর বয়স ছিল ৪৫ বছর। এই কারণে তার থেকে এটা হওয়ার কথা নয়। প্রাথমিকভাবে ট্রাফিক বিভাগের কোনো ভুল ছিল না।
রেলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যে দুর্ঘটনা হয় সেখানে ২১ জন নিহত হয়েছিল উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর আবার একটি বড় দুর্ঘটনা ঘটল ৷ এ ঘটনায় সব মিলে মোট ২০ জন মারা গেছেন ৷ এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন ৷
নূরুল ইসলাম সুজন বলেন, ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর তিনি দেশের বাইরে ছিলেন। তারা ব্যক্তিগত সেক্রেটারিও ছিলেন সে সফরে ৷ আরও কয়েকজন গিয়েছিলেন ৷ ২৭ অক্টোবর অবধি সেখানে অবস্থানের কথা ছিল ৷ কিন্তু এ দুর্ঘটনার পর তিনি যাত্রা বাতিল করে গতকাল রাতেই ঢাকা এসেছেন।
এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে এক লাখ টাকা ও এ ছাড়া যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ রেল কর্তৃপক্ষ বহন করবে বলে জানান তিনি।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৯ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১০ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
১১ ঘণ্টা আগে