কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও ভারত সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের সরকারের বর্তমান অবস্থান ও দৃষ্টিভঙ্গির প্রতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ ভিত্তিক সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ। একই সঙ্গে সীমান্ত হত্যায় জড়িত রক্ষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের সম্পাদক কিরীটী রায় আজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, সীমান্ত হত্যা কমেছে বলে গত বুধবার দুই সরকার যে বক্তব্য দিয়েছে, তাতে তথ্য গোপন করা হয়েছে এবং সীমান্তের মানুষের ভোগান্তিকে বিবেচনায় নেওয়া হয়নি।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে রাষ্ট্রীয় সফরের সময় অনুষ্ঠিত শীর্ষ বৈঠক ও অন্যান্য কর্মসূচির বিভিন্ন দিক তুলে ঘরে গত বুধবার এ যৌথ বিবৃতি দিয়েছে।
এই বিবৃতি জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলায় বিএসএফের গুলিতে মিনারুল ইসলাম নামে এক বাংলাদেশি স্কুলছাত্র নিহত হয়েছে উল্লেখ করে মানবাধিকার সুরক্ষা মঞ্চ বলেছে, গত এক দশকে পূর্ববর্তী দশকের তুলনায় সীমান্ত হত্যা বেড়েছে। বর্তমান দশকে বছরে গড়ে ২০০ লোক সীমান্তে খুন হয়েছে। আগের দশকে বছরে গড়ে ১৫০ জন খুন হতো।
মঞ্চ বলছে, সীমান্ত হত্যা প্রসঙ্গে ভারত সরকারের অবস্থানের মৌলিক পরিবর্তন ঘটেছে। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময় দুই দেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করে সীমান্ত রক্ষা বাহিনীর দ্বারা নিরস্ত্র ব্যক্তির হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনতে একমত হয়েছিল। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতা গ্রহণের পর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার অবস্থান বদলে গেছে। এর পরিণতিতে সীমান্তে খুন বেড়েছে।
সীমান্ত হত্যার বিষয়ে প্রকৃত তথ্য তুলে ধরার দাবি জানিয়ে মঞ্চ বলেছে, সীমান্ত হত্যায় জড়িত খুনে-মানসিকতাসম্পন্ন রক্ষীদের বিচারের আওতায় আনতে হবে। সীমান্ত হত্যার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতির চর্চা থেকে সরে আসতে হবে। তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
বাংলাদেশ ও ভারত সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের সরকারের বর্তমান অবস্থান ও দৃষ্টিভঙ্গির প্রতিবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ ভিত্তিক সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ। একই সঙ্গে সীমান্ত হত্যায় জড়িত রক্ষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের সম্পাদক কিরীটী রায় আজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, সীমান্ত হত্যা কমেছে বলে গত বুধবার দুই সরকার যে বক্তব্য দিয়েছে, তাতে তথ্য গোপন করা হয়েছে এবং সীমান্তের মানুষের ভোগান্তিকে বিবেচনায় নেওয়া হয়নি।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে রাষ্ট্রীয় সফরের সময় অনুষ্ঠিত শীর্ষ বৈঠক ও অন্যান্য কর্মসূচির বিভিন্ন দিক তুলে ঘরে গত বুধবার এ যৌথ বিবৃতি দিয়েছে।
এই বিবৃতি জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলায় বিএসএফের গুলিতে মিনারুল ইসলাম নামে এক বাংলাদেশি স্কুলছাত্র নিহত হয়েছে উল্লেখ করে মানবাধিকার সুরক্ষা মঞ্চ বলেছে, গত এক দশকে পূর্ববর্তী দশকের তুলনায় সীমান্ত হত্যা বেড়েছে। বর্তমান দশকে বছরে গড়ে ২০০ লোক সীমান্তে খুন হয়েছে। আগের দশকে বছরে গড়ে ১৫০ জন খুন হতো।
মঞ্চ বলছে, সীমান্ত হত্যা প্রসঙ্গে ভারত সরকারের অবস্থানের মৌলিক পরিবর্তন ঘটেছে। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময় দুই দেশ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করে সীমান্ত রক্ষা বাহিনীর দ্বারা নিরস্ত্র ব্যক্তির হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনতে একমত হয়েছিল। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতা গ্রহণের পর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার অবস্থান বদলে গেছে। এর পরিণতিতে সীমান্তে খুন বেড়েছে।
সীমান্ত হত্যার বিষয়ে প্রকৃত তথ্য তুলে ধরার দাবি জানিয়ে মঞ্চ বলেছে, সীমান্ত হত্যায় জড়িত খুনে-মানসিকতাসম্পন্ন রক্ষীদের বিচারের আওতায় আনতে হবে। সীমান্ত হত্যার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতির চর্চা থেকে সরে আসতে হবে। তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৯ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১১ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
১১ ঘণ্টা আগে