গোয়েন্দা তথ্য না থাকলে ঈদযাত্রায় যানবাহনে তল্লাশি নয় 

আমানুর রহমান রনি, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২৪, ১৫: ০৯
Thumbnail image

ঈদুল আজহার আগে ও পরের সাত দিন দেশের সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যানবাহনে তল্লাশি নিষেধ করেছে পুলিশ সদর দপ্তর। ট্রাক ও যানবাহনে চাঁদাবাজি ও যাত্রী ভোগান্তি কমাতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পুলিশ সদর দপ্তর এই নির্দেশনা দেয়। 

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগে ও পরের সাত দিন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন থামানো যাবে না। এ সময় যানবাহনে কোনো তল্লাশি করা যাবে না। কোনো যানবাহনে তল্লাশি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কোনো যানবাহনের বিষয়ে অপরাধ ও মাদকের সুনির্দিষ্ট তথ্য থাকলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অভিযান পরিচালনা করা যাবে। কর্তৃপক্ষকে না জানিয়ে মহাসড়কে কোনো অভিযান চালানো যাবে না। 

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, মহাসড়কে কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে এ বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে গাড়িতে তল্লাশি বন্ধ রাখা উল্লেখযোগ্য। 

মহাসড়কে যানবাহনের গতি ঠিক রাখা, মহাসড়কে পশুর হাট বসতে না দিতে এবং মহাসড়কে অপ্রীতিকর ঘটনা রোধ করতে হাইওয়ে পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের একাধিক টিম কাজ করবে। এ ছাড়া, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ, গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগের তিন দিন মহাসড়কে ট্রাক, লরি ও মালবাহী ভারী যানবাহন চলাচল বন্ধের ব্যবস্থা করতে হবে। 

এ বছর মহাসড়কসংলগ্ন ২০২টি এলাকায় পশুর হাট বসছে। এসব হাট বিস্তীর্ণ হয়ে সড়কে যাতে না ওঠে সে জন্য জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব পশুর হাটের কারণে মহাসড়কের ১১৮টি স্থানে যানজটের আশঙ্কা করা হয়েছে। ঈদে বাড়ি ফেরা মানুষ যানজটের ভোগান্তিতে পড়তে পারে। 

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শাহাবুদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কে যানবাহনের গতি স্বাভাবিক রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে এসব কাজ এগিয়ে নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত