অন্য দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পক্ষে বাংলাদেশ: ইউক্রেন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ২১: ১১

জাতিসংঘের সদন অনুযায়ী অন্য দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার পক্ষে বাংলাদেশ। যে কোনো পরিস্থিতিতে জাতিসংঘের সনদগুলো যাতে মেনে চলা হয় সে বিষয় জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মরহুম সিএম তোফায়েল সামীর স্মরণে সিলেট রত্ন ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দানে বিরত থাকার বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেন সংকট নিয়ে বাংলাদেশ তার নিরপেক্ষ অবস্থানের কথা জানিয়ে আসছিল। তবে এবার পশ্চিমাদের মতো জাতিসংঘ সনদ মেনে চলার পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ।’

ইউক্রেন সংকটে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন করলে একে আবদুল মোমেন বলেন, ‘আমাদের অবস্থান এখনো আগের জায়গায় রয়েছে। আমরা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা চাই। বাংলাদেশের স্বার্থে আমরা শান্তি চাই। আমরা শান্তিপূর্ণভাবে সব বিবাদে মীমাংসা করার আহ্বান জানিয়েছি। আমরা জাতিসংঘেও জানিয়েছি যে, আমরা এ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এর জন্য জাতিসংঘের মহাসচিবকে দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছি। আমরা বলেছি যে, জাতিসংঘের সনদে আমরা বিশ্বাস করি। সনদ অনুযায়ী যাতে অন্য দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা হয় সে কথা বলেছি।’ 

নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকা নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শান্তি চাই। সে জন্য আমরা যুদ্ধ চাই না। আমরা যুদ্ধের বিরুদ্ধে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত