নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১০টি বিষয়ে নিজের মত জানিয়েছে ইসি। এতে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের প্রস্তাবকে ‘যৌক্তিক’ বলে মত দিয়েছে ইসি। একই সঙ্গে নির্বাচনে আসতে কোনো দলকে বাধ্য করা যাবে না বলেও মত দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। আজ সোমবার সংস্থাটির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রকাশ করা হয়।
গত ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে ইসির সঙ্গে সংলাপে দেশে নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচন ব্যবস্থা, ভোটগ্রহণ পদ্ধতি, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে তারা নিজেদের বক্তব্য তুলে ধরে এবং বিভিন্ন বিষয়ে বেশ কিছু প্রস্তাব উত্থাপন করে। এর মধ্যে কিছু প্রস্তাবের বিষয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছে ইসি। নিজেদের এই মতামত আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।
এস এম আসাদুজ্জামান জানান, ভোটে অংশগ্রহণ, ইভিএম, আইন-শৃঙ্খলা ও নির্বাচনকালীন সরকার—এ চার বিষয়ে ইসির অবস্থান তুলে ধরা হয়েছে।
ইসি জানায়, দ্বাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাইলেও যেকোনো দলকে নির্বাচনে অংশ নিতে ইসি বাধ্য করতে পারে না। সে ধরনের কোনো প্রয়াস ইসি নেবে না। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় অসামরিক বাহিনীর সদস্যের সংখ্যা অপ্রতুল হতে পারে। এ কারণে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের প্রস্তাবটি যৌক্তিক বলে মনে করে ইসি।
ইভিএম নিয়ে ইসির মত হচ্ছে, ইভিএম ব্যবহার নিয়ে দলগুলোর যেমন আপত্তি আছে, তেমনি সমর্থনও রয়েছে। সার্বিক বিষয়ে এখনো স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি। রাজনৈতিক দল ছাড়াও এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও বিচার-বিশ্লেষণ করে ইভিএম ব্যবহারের বিষয়ে ইসি ভিন্নভাবে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হবে।
নির্বাচনকালীন সরকারের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে মনে করে ইসি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্বাচনকালীন সরকারের সময়ে ইসির অধীনে ন্যস্ত করার বিষয়টি সংবিধানের আলোকে বিবেচনা করা প্রয়োজন। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সংবিধান ও আইনে দেওয়া ক্ষমতা সততা, সাহসিকতার সঙ্গে প্রয়োগ করার বিষয়ে আশ্বস্ত করেছে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল স্বাক্ষরিত ‘ইসির সঙ্গে নিবন্ধিত দলগুলোর সংলাপ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ এবং কমিশনের পর্যালোচনা ও মতামত’ শীর্ষক এ সারসংক্ষেপে বলা হয়েছে, মতামতগুলো কমিশন পরীক্ষা-নিরীক্ষা ও বিচার বিশ্লেষণ করে দেখেছে। রাজনীতিতে গণতন্ত্রের সুস্থ চর্চা প্রয়োজন বলে নির্বাচন কমিশনও অভিন্ন প্রত্যাশা পোষণ করে। এ অভিন্ন প্রত্যাশা ও এটি বাস্তবায়নে ইসি, সরকার, জনপ্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলসহ সবার ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রয়াস প্রয়োজন।
গণমাধ্যমে পাঠানো এ সারসংক্ষেপের বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক বলেন, ‘ইসির নির্দেশনায় সংলাপে অংশ নেওয়া ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে অংশ নেওয়া ২৮টি দলকে তা পাঠানো হচ্ছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছেও ইসির পর্যালোচনা ও মতামত পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, আরও দুটি রাজনৈতিক দলকে সেপ্টেম্বরের সংলাপে অংশ নেওয়ার সময় দেওয়া হয়েছে। নয়টি দল সংলাপে অংশ নেয়নি।
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১০টি বিষয়ে নিজের মত জানিয়েছে ইসি। এতে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের প্রস্তাবকে ‘যৌক্তিক’ বলে মত দিয়েছে ইসি। একই সঙ্গে নির্বাচনে আসতে কোনো দলকে বাধ্য করা যাবে না বলেও মত দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। আজ সোমবার সংস্থাটির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রকাশ করা হয়।
গত ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে ইসির সঙ্গে সংলাপে দেশে নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচন ব্যবস্থা, ভোটগ্রহণ পদ্ধতি, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে তারা নিজেদের বক্তব্য তুলে ধরে এবং বিভিন্ন বিষয়ে বেশ কিছু প্রস্তাব উত্থাপন করে। এর মধ্যে কিছু প্রস্তাবের বিষয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছে ইসি। নিজেদের এই মতামত আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।
এস এম আসাদুজ্জামান জানান, ভোটে অংশগ্রহণ, ইভিএম, আইন-শৃঙ্খলা ও নির্বাচনকালীন সরকার—এ চার বিষয়ে ইসির অবস্থান তুলে ধরা হয়েছে।
ইসি জানায়, দ্বাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাইলেও যেকোনো দলকে নির্বাচনে অংশ নিতে ইসি বাধ্য করতে পারে না। সে ধরনের কোনো প্রয়াস ইসি নেবে না। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় অসামরিক বাহিনীর সদস্যের সংখ্যা অপ্রতুল হতে পারে। এ কারণে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের প্রস্তাবটি যৌক্তিক বলে মনে করে ইসি।
ইভিএম নিয়ে ইসির মত হচ্ছে, ইভিএম ব্যবহার নিয়ে দলগুলোর যেমন আপত্তি আছে, তেমনি সমর্থনও রয়েছে। সার্বিক বিষয়ে এখনো স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি। রাজনৈতিক দল ছাড়াও এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও বিচার-বিশ্লেষণ করে ইভিএম ব্যবহারের বিষয়ে ইসি ভিন্নভাবে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হবে।
নির্বাচনকালীন সরকারের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে মনে করে ইসি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্বাচনকালীন সরকারের সময়ে ইসির অধীনে ন্যস্ত করার বিষয়টি সংবিধানের আলোকে বিবেচনা করা প্রয়োজন। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে সংবিধান ও আইনে দেওয়া ক্ষমতা সততা, সাহসিকতার সঙ্গে প্রয়োগ করার বিষয়ে আশ্বস্ত করেছে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল স্বাক্ষরিত ‘ইসির সঙ্গে নিবন্ধিত দলগুলোর সংলাপ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ এবং কমিশনের পর্যালোচনা ও মতামত’ শীর্ষক এ সারসংক্ষেপে বলা হয়েছে, মতামতগুলো কমিশন পরীক্ষা-নিরীক্ষা ও বিচার বিশ্লেষণ করে দেখেছে। রাজনীতিতে গণতন্ত্রের সুস্থ চর্চা প্রয়োজন বলে নির্বাচন কমিশনও অভিন্ন প্রত্যাশা পোষণ করে। এ অভিন্ন প্রত্যাশা ও এটি বাস্তবায়নে ইসি, সরকার, জনপ্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলসহ সবার ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রয়াস প্রয়োজন।
গণমাধ্যমে পাঠানো এ সারসংক্ষেপের বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক বলেন, ‘ইসির নির্দেশনায় সংলাপে অংশ নেওয়া ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে অংশ নেওয়া ২৮টি দলকে তা পাঠানো হচ্ছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছেও ইসির পর্যালোচনা ও মতামত পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, আরও দুটি রাজনৈতিক দলকে সেপ্টেম্বরের সংলাপে অংশ নেওয়ার সময় দেওয়া হয়েছে। নয়টি দল সংলাপে অংশ নেয়নি।
দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
৪ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
৫ ঘণ্টা আগেনতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও অপর চার নির্বাচন কমিশনারের শপথ আগামী রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বেলা দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ কথা জানান।
৬ ঘণ্টা আগে