১৫ আগস্ট সরকারি ছুটি কি থাকছে, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৯: ২২
Thumbnail image

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে সাধারণ ছুটি রাখা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর এখন সেই ছুটি থাকবে কি না এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে। আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

আজ দুপুরে পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। 

এ সময় সাংবাদিকেরা ১৫ আগস্ট সরকারি ছুটির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা এখনই আমি বলতে পারব না। আজ বিকেলে আমরা বসব, সেখানে এটা নিয়ে আলোচনা হবে। যেটা হয় আমরা নির্ধারণ করব।’

এদিকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও দলীয় নেতা-কর্মীরা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ফলে ধারণা করা হচ্ছে, ১৫ আগস্ট আওয়ামী লীগ রাজধানীতে বড় সমাবেশ করতে যাচ্ছে। 

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেদিন প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে। আমরা সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করব। পুলিশ থাকবে, বিজিবি, র‍্যাব থাকবে। হয়তো সেনাবাহিনীও থাকবে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত