Ajker Patrika

ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার হবে ৩১ আগস্টের মধ্যে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১২: ৩৩
ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার হবে ৩১  আগস্টের মধ্যে: আইন উপদেষ্টা

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার সচিবালয়ে সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, যারা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী কার্যক্রম করতে বাধ্য করেছে, তাদের হুকুমদাতাদের আইনের আওতায় আনা হবে। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হলেও তাঁকে আইনের আওতায় আনা হবে।

সুপ্রিম কোর্টের পরামর্শে বিচার বিভাগীয় কর্মকর্তার দেশে-বিদেশে সব স্থাবর-অস্থাবর সম্পত্তি আগামী ১০-কর্মদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিলের জন্য নির্দেশ দেন আইন উপদেষ্টা।

রাষ্ট্রের বিভিন্ন স্তরে বৈষম্য রয়েছে, এগুলো নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা বৈষম্য চিহ্নিত করার ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত