নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার দুজন শহীদের পরিবার জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এ অভিযোগ দেওয়া হয়।
গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালী কাজলা পেট্রলপাম্পের পাশের পকেটগেটে গুলিতে নিহত হন দনিয়া কলেজের বিএ (পাস) কোর্সের ছাত্র সাকিব হাসান। ওই ঘটনায় সাকিব হাসানের বাবা মর্তুজা আলম পাঁচজনকে আসামি করে অভিযোগ দিয়েছেন। এ ছাড়া গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনি এলাকায় গুলিতে নিহত হন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান পাটওয়ারী ওরফে ওসমান গণি। ওই ঘটনায় তাঁর বাবা আব্দুর রহমান ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
এই দুটি ঘটনায় অভিযোগের বিষয়ে তত্ত্বাবধান করছে জাতীয় নাগরিক কমিটি। অভিযোগ দায়েরের পর জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, যেসব শহীদের পরিবার এখনো আইনি লড়াইয়ে যুক্ত হয়নি কিংবা বিভিন্ন কারণে মামলা দায়ের করতে পারেনি, তাঁদের ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি।
আখতার হোসেন বলেন, ‘আমরা মামলার তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করব এবং বিচার শুরু হওয়ার পর আইনি কাঠামোর মধ্যে থেকে শহীদ পরিবারকে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখব। কেবল জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত যোদ্ধাদেরই নয়, আওয়ামী ফ্যাসিবাদ আমলে নানা সময় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি বিনা মূল্যে আইনি সহায়তা প্রদান করবে।
এ সময় শহীদ পরিবারকে আইনি সহায়তা দিতে সাত আইনজীবীকে জাতীয় নাগরিক কমিটির সদস্যভুক্ত করার কথা জানান আখতার হোসেন। এঁরা হলেন মুস্তাফিজুর রহমান মুকুল, জহিরুল ইসলাম মুসা, মনজিলা ঝুমা, হুমায়রা নূর, সাকিল আহমাদ, ফাতিমা আক্তার (তাহসিন) ও প্রিয়াসী চাকমা।
এ ছাড়া গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাফিক উদ্দিন আহমেদ আহনাফ নিহতের ঘটনায় তাঁর মা অভিযোগ দায়ের করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বরাবর আহনাফের মা পারভীন সাফাক এ অভিযোগ দায়ের করেন। আবেদনে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এদিকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, পুরাতন হাইকোর্ট ভবন (ট্রাইব্যুনালের মূল ভবন) সংস্কার করতে তিন–চার মাস সময় লাগবে। ক্ষয়ক্ষতির কারনে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। বিষয়টি সরকারকে জানানোর পর পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা তাৎক্ষণিকভাবে প্রধান প্রকৌশলীসহ টিমকে ডেকে ভবনটি যত দ্রুত সম্ভব ব্যবহার উপযোগী করতে নির্দেশ দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে পুরো টিম আজ বৃহস্পতিবার এসেছেন। আপাতত টিনশেড ভবনে কাজ চলবে।
বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের শিকার দুজন শহীদের পরিবার জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এ অভিযোগ দেওয়া হয়।
গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালী কাজলা পেট্রলপাম্পের পাশের পকেটগেটে গুলিতে নিহত হন দনিয়া কলেজের বিএ (পাস) কোর্সের ছাত্র সাকিব হাসান। ওই ঘটনায় সাকিব হাসানের বাবা মর্তুজা আলম পাঁচজনকে আসামি করে অভিযোগ দিয়েছেন। এ ছাড়া গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনি এলাকায় গুলিতে নিহত হন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান পাটওয়ারী ওরফে ওসমান গণি। ওই ঘটনায় তাঁর বাবা আব্দুর রহমান ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
এই দুটি ঘটনায় অভিযোগের বিষয়ে তত্ত্বাবধান করছে জাতীয় নাগরিক কমিটি। অভিযোগ দায়েরের পর জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, যেসব শহীদের পরিবার এখনো আইনি লড়াইয়ে যুক্ত হয়নি কিংবা বিভিন্ন কারণে মামলা দায়ের করতে পারেনি, তাঁদের ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি।
আখতার হোসেন বলেন, ‘আমরা মামলার তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করব এবং বিচার শুরু হওয়ার পর আইনি কাঠামোর মধ্যে থেকে শহীদ পরিবারকে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখব। কেবল জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত যোদ্ধাদেরই নয়, আওয়ামী ফ্যাসিবাদ আমলে নানা সময় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি বিনা মূল্যে আইনি সহায়তা প্রদান করবে।
এ সময় শহীদ পরিবারকে আইনি সহায়তা দিতে সাত আইনজীবীকে জাতীয় নাগরিক কমিটির সদস্যভুক্ত করার কথা জানান আখতার হোসেন। এঁরা হলেন মুস্তাফিজুর রহমান মুকুল, জহিরুল ইসলাম মুসা, মনজিলা ঝুমা, হুমায়রা নূর, সাকিল আহমাদ, ফাতিমা আক্তার (তাহসিন) ও প্রিয়াসী চাকমা।
এ ছাড়া গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাফিক উদ্দিন আহমেদ আহনাফ নিহতের ঘটনায় তাঁর মা অভিযোগ দায়ের করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বরাবর আহনাফের মা পারভীন সাফাক এ অভিযোগ দায়ের করেন। আবেদনে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এদিকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, পুরাতন হাইকোর্ট ভবন (ট্রাইব্যুনালের মূল ভবন) সংস্কার করতে তিন–চার মাস সময় লাগবে। ক্ষয়ক্ষতির কারনে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। বিষয়টি সরকারকে জানানোর পর পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা তাৎক্ষণিকভাবে প্রধান প্রকৌশলীসহ টিমকে ডেকে ভবনটি যত দ্রুত সম্ভব ব্যবহার উপযোগী করতে নির্দেশ দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে পুরো টিম আজ বৃহস্পতিবার এসেছেন। আপাতত টিনশেড ভবনে কাজ চলবে।
পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে ৫৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৩ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
১ ঘণ্টা আগেবাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, বাংলাদেশে আগের সরকারের সময় মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান যা ছিল, বর্তমান সরকারের সময়ও সেটাই আছে। স্থানীয় গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার...
৩ ঘণ্টা আগেতত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়ার সুপারিশ করেছেন দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকার সম্পাদকেরা। আজ বৃহস্পতিবার নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকেরা এসব সুপারিশ করেন
৩ ঘণ্টা আগেআইনজীবী জেড আই খান পান্না মানবিক বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে আগ্রহ প্রকাশ করেছেন। গণমামলা ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়েও মন্তব্য করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে