নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অক্টোবরের শেষ সপ্তাহেও ডেঙ্গুর দাপট রয়েছে। গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে প্রায় পৌনে দুইশ। আর চলতি মাসের ২৮ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়াল। এ সময়ে ২০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে ২৮ দিনে দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৫ হাজার ৩০ জন। এ সময় ২০ জন মারা গেছে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭৩ জন। এদের মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং বাইরে ৩৪ জন। আগেরদিন ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ১৮৪ জন। এদের মধ্যে ঢাকায় ১৫১ জন এবং বাইরে ছিল ৩৩ জন।
আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার ২৮ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ২২৭ জন। এসব রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ২৮৭ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৯ জন। মৃত্যু হওয়া ৮৯ জনের মধ্যে রাজধানীতেই মারা গেছেন ৮২ জন। আর সাতজন ঢাকার বাইরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী এখন ভর্তি হয়েছেন ৮৫১ জন এবং ঢাকার ৪৬টি সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৮৮ জন রোগী ভর্তি আছেন এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছে ১৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ঢাকা শিশু হাসপাতালের ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬ জন, মুগদা জেনারেল হাসপাতালে একজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২০ জন, বিজিবি হাসপাতালে একজন, সংক্রামক ব্যাধি হাসপাতালে একজনসহ মোট ৭৩। এই ৭৩ জন সরকারি, স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কীটতত্ত্ববিদেরা বলেছেন বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা।
ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় দিলে তালে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে ঢাকার দুই সিটি করপোরেশন। তবে তাদের কাজে ধীর গতি দেখা যাচ্ছে।
অক্টোবরের শেষ সপ্তাহেও ডেঙ্গুর দাপট রয়েছে। গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে প্রায় পৌনে দুইশ। আর চলতি মাসের ২৮ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়াল। এ সময়ে ২০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসে ২৮ দিনে দেশে মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৫ হাজার ৩০ জন। এ সময় ২০ জন মারা গেছে। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭৩ জন। এদের মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং বাইরে ৩৪ জন। আগেরদিন ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ১৮৪ জন। এদের মধ্যে ঢাকায় ১৫১ জন এবং বাইরে ছিল ৩৩ জন।
আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার ২৮ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ২২৭ জন। এসব রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ২৮৭ জন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৯ জন। মৃত্যু হওয়া ৮৯ জনের মধ্যে রাজধানীতেই মারা গেছেন ৮২ জন। আর সাতজন ঢাকার বাইরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী এখন ভর্তি হয়েছেন ৮৫১ জন এবং ঢাকার ৪৬টি সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৮৮ জন রোগী ভর্তি আছেন এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছে ১৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ঢাকা শিশু হাসপাতালের ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬ জন, মুগদা জেনারেল হাসপাতালে একজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২০ জন, বিজিবি হাসপাতালে একজন, সংক্রামক ব্যাধি হাসপাতালে একজনসহ মোট ৭৩। এই ৭৩ জন সরকারি, স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কীটতত্ত্ববিদেরা বলেছেন বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা।
ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় দিলে তালে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে ঢাকার দুই সিটি করপোরেশন। তবে তাদের কাজে ধীর গতি দেখা যাচ্ছে।
সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনাপ্রবাহের আলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে
১ ঘণ্টা আগেভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। আদেশের প্রত্যয়িত অনুলিপি হাতে পাওয়ার বিষয়টি আজ মঙ্গলবার জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী এম আবদুল কাইয়ূম।
১ ঘণ্টা আগেবাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অন্যতম নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও আদালতে তাঁর জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায়।
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
১৬ ঘণ্টা আগে