Ajker Patrika

সামান্যতম অপরাধীদের ক্ষেত্রেও ক্ষমাশীল হবেন না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৪: ৩৬
সামান্যতম অপরাধীদের ক্ষেত্রেও ক্ষমাশীল হবেন না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ইসি রাশেদা

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, দৃশ্যমান একটা শাস্তি দেখাবেন, যাতে জনগণ জানে বোঝে এটা করলে শাস্তি হয়। আপনারা মাঠে থাকবেন। প্লিজ আপনারা দয়া করে কোথাও কোনো জায়গায় বসে থাকবেন না। আপনারা অবশ্যই ভ্রাম্যমাণ অবস্থায় থাকবেন। 

আজ সোমবার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। 

ইসি রাশেদা বলেন, ‘সামান্যতম অপরাধ যাঁরা করবেন, তাঁদের প্রতি আপনারা কখনোই ক্ষমাশীল হবেন না। কখনোই কর্তব্যের প্রতি অবহেলা করবেন না। আপনি সাহসিকতা, নির্ভীকতার সঙ্গে করবেন।’ 

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে আসার পর এ পর্যন্ত স্থানীয় বিভিন্ন নির্বাচন, উপনির্বাচন থেকে শুরু করে প্রায় ১২০০ নির্বাচন করেছি। প্রত্যেকটাতেই ছোট-ছোট ঘটনা ছাড়া, বড় ধরনের কোনো সহিংসতা, রক্তপাত কোনো কিছুই ঘটেনি।’ 

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা চাই বা না চাই এখানে অনেকগুলো অপরাধ সংঘটিত হয়ে থাকে। নির্বাচনে আচরণবিধি ভঙ্গ হয়ে থাকে প্রার্থীর দ্বারা, পোলিং পারসোনালদের দ্বারা। অনেক সময় নির্বাচন প্রক্রিয়ায় আমরা যাঁরা থাকি, তাঁদের উদাসীনতার কারণেও ব্যত্যয় হয়ে থাকে। এ ব্যত্যয়গুলো যদি ঘটতে থাকে, তাহলে নির্বাচনী পরিবেশ বজায় থাকে না।’ 

নির্বাচন কমিশনার বলেন, ‘আপনাদের একজন বড় বোন হিসেবে বলতে-জানাতে চাই, আপনারা কিন্তু আপনাদের দায়িত্বটা খুব সুচারুভাবে পালন করবেন। সমন্বয় হয়নি, ভালোমতো কাজ করা হয়নি, এই বিষয়টি শুনলে আমি খুবই দুঃখ পাব। কারণ আমি আপনাদের বিচার বিভাগেরই একজন বড় বোন। আমি খুব লজ্জাও পাব।’ 

তিনি আরও বলেন, ‘জনগণ যাঁকে পছন্দ করবে, তাঁকেই তাঁরা নির্বাচিত করবেন। তাঁদের দিয়েই দেশ পরিচালিত হবে। তাঁরাই জনগণের পক্ষে নেতৃত্ব দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত