অনলাইন ডেস্ক
শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশ থেকে যেসব খবর পাচ্ছে, তা নিয়ে বেশ উদ্বিগ্ন জাতিসংঘ। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
স্টিফেন ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকারের লোকজন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তাঁর অন্য ব্যবসা কার্যালয় দখল করেছে। সরকার তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছে। জাতিসংঘের মহাসচিব কি তাঁর এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে অবগত?
জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘বিষয়টি আমরা অবগত। আমরা আবারও বলতে চাই যে বিগত কয়েক বছর ধরেই ড. ইউনূস জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি সরকারি ও অনানুষ্ঠানিক—উভয় ক্ষেত্রেই আমাদের পক্ষের একজন ব্যক্তিত্ব।’
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আরও বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি, টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি এবং সাধারণভাবে আমাদের উন্নয়নকাজকে ঘিরে বেশ কয়েকটি উদ্যোগে সহযোগিতা করছেন তিনি। তাঁর সঙ্গে সম্পর্কিত বিষয়ে বাংলাদেশ থেকে যেসব খবর আসছে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন।’
এর আগে, নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস অভিযোগ করে বলেন, গ্রামীণ ব্যাংক তাঁদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে। এসব প্রতিষ্ঠান তাদের মতো করে চালাচ্ছে। পুলিশের কাছে এ বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি।
গতকাল দুপুরে রাজধানীর মিরপুরে নিজ প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা জীবনে বহু দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ আর কখনো দেখিনি।’
শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশ থেকে যেসব খবর পাচ্ছে, তা নিয়ে বেশ উদ্বিগ্ন জাতিসংঘ। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
স্টিফেন ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকারের লোকজন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তাঁর অন্য ব্যবসা কার্যালয় দখল করেছে। সরকার তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছে। জাতিসংঘের মহাসচিব কি তাঁর এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে অবগত?
জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘বিষয়টি আমরা অবগত। আমরা আবারও বলতে চাই যে বিগত কয়েক বছর ধরেই ড. ইউনূস জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি সরকারি ও অনানুষ্ঠানিক—উভয় ক্ষেত্রেই আমাদের পক্ষের একজন ব্যক্তিত্ব।’
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আরও বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি, টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি এবং সাধারণভাবে আমাদের উন্নয়নকাজকে ঘিরে বেশ কয়েকটি উদ্যোগে সহযোগিতা করছেন তিনি। তাঁর সঙ্গে সম্পর্কিত বিষয়ে বাংলাদেশ থেকে যেসব খবর আসছে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন।’
এর আগে, নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস অভিযোগ করে বলেন, গ্রামীণ ব্যাংক তাঁদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে। এসব প্রতিষ্ঠান তাদের মতো করে চালাচ্ছে। পুলিশের কাছে এ বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি।
গতকাল দুপুরে রাজধানীর মিরপুরে নিজ প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা জীবনে বহু দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ আর কখনো দেখিনি।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৩৫ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
১ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
১ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
২ ঘণ্টা আগে