শহীদ মিনারে শিল্পী–সংস্কৃতিকর্মী সমাবেশ শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

‘সৃষ্টির স্বাধীনতায়, সাহসী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন প্রত্যয়, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ গড়ি, মুক্তচিন্তা ও রাষ্ট্র সংস্কারের ঐক্য গড়ি’ এই স্লোগানে শিল্পী–সংস্কৃতিকর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শনিবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছে, স্বৈরাচার পতন হয়েছে। ছাত্রজনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে সকলকে বিপ্লবী অভিনন্দন।

সময়টা শুধু উদ্‌যাপনের নয়, উল্লাসের নয়; সময়টা রাষ্ট্র পুনর্গঠনের। আন্দোলনে আমরা ছাত্রদের ওপর যেমন ভরসা রেখেছি, ঠিক তেমনি রাষ্ট্র পুনর্গঠনে তাঁদের পাশে থেকে সর্বজনের প্রতিনিধিত্বমূলক বৈষম্যহীন অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে চাই।

দেশের অভ্যন্তরে চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞ আমরা সর্বস্তরের শিল্পী–সংস্কৃতিকর্মী গভীরভাবে চিন্তিত ও উদ্বিগ্ন। দেশের এই ক্রান্তিকালে সর্বস্তরের প্রতিবাদী শিল্পী–সংস্কৃতিকর্মীদের এক করে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ করতে যাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত