অনলাইন ডেস্ক
রাজধানীর ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে চেকপোস্টগুলোতে সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার করা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি: আজ সকাল থেকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি পর থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সঙ্গে পারাপার করা হচ্ছে। এ ছাড়া সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি বাড়ানো হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জঙ্গিরা যাতে পাসপোর্টধারী যাত্রী বেসে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অপস অফিসার মেজর রেজা আহমেদ জানান, জঙ্গিদের ছবি সব বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে।
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আজ সকাল থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান।
জানা গেছে, হিলি চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানা-পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যারা ভারত যাচ্ছেন তাঁদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসারেরা প্রতিটি পাসপোর্ট সতর্কতার সঙ্গে দেখে সিল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্তে রেড অ্যালার্ট ঘোষণার নির্দেশনা পেয়েছি। নির্দেশ আসার পর পরই পুরো সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্ক থাকার জন্য চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চেকপোস্ট পুলিশের উপপরিদর্শক দেওয়ান মোর্শেদুল হক।
এ বিষয়ে উপপরিদর্শক বলেন, ‘আদালত থেকে দুই জঙ্গির ছবি ও ঠিকানা আমাদের দেওয়া হয়েছে। জঙ্গিদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
রাজধানীর ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে চেকপোস্টগুলোতে সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার করা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি: আজ সকাল থেকে সাতক্ষীরা সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি পর থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের অধিকতর সতর্কতার সঙ্গে পারাপার করা হচ্ছে। এ ছাড়া সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি বাড়ানো হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জঙ্গিরা যাতে পাসপোর্টধারী যাত্রী বেসে সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অপস অফিসার মেজর রেজা আহমেদ জানান, জঙ্গিদের ছবি সব বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) পাঠিয়ে সীমান্ত অঞ্চলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে।
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: আজ সকাল থেকে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. বদিউজ্জামান।
জানা গেছে, হিলি চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানা-পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় অতিরিক্ত সতর্কতার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যারা ভারত যাচ্ছেন তাঁদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে। ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসারেরা প্রতিটি পাসপোর্ট সতর্কতার সঙ্গে দেখে সিল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন।
বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সীমান্তে রেড অ্যালার্ট ঘোষণার নির্দেশনা পেয়েছি। নির্দেশ আসার পর পরই পুরো সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্ক থাকার জন্য চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চেকপোস্ট পুলিশের উপপরিদর্শক দেওয়ান মোর্শেদুল হক।
এ বিষয়ে উপপরিদর্শক বলেন, ‘আদালত থেকে দুই জঙ্গির ছবি ও ঠিকানা আমাদের দেওয়া হয়েছে। জঙ্গিদের ব্ল্যাক লিস্টেড করা হয়েছে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:
গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সভাপতি বিচারপতি (অব.) মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার যে সকল সদস্যরা গুমের সাথে জড়িত, তা তাদের ব্যক্তিগত ফৌজদারি দায়। কারণ অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে তার ধর্ম, কমিউনিটি, সামাজিক গ্রুপ, ইত্যাদির
২৬ মিনিট আগেসুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির কর্মিসভায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হকের যৌথ স্বাক্ষরিত এক আদেশে গত সোমবার...
১ ঘণ্টা আগেপ্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। আগামীকাল বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনে নতুন এই উপদেষ্টা শপথ গ্রহণ...
১ ঘণ্টা আগেগুম সংক্রান্ত কমিশনে ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি বিচারপতি (অব.) মইনুল ইসলাম চৌধুরী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশনের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
২ ঘণ্টা আগে