Ajker Patrika

ঈদে শিমুলিয়া ঘাট দিয়ে মোটরসাইকেল পারাপার করতে চায় নৌপরিবহন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪: ৪৮
ঈদে শিমুলিয়া ঘাট দিয়ে মোটরসাইকেল পারাপার করতে চায় নৌপরিবহন মন্ত্রণালয়

ঈদের আগে শিমুলিয়া ঘাট দিয়ে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করতে চাইছে নৌপরিবহন মন্ত্রণালয়। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। 

আজ বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নৌপথে সুষ্ঠুভাবে নৌযান চলাচলসংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী জানান, শিমুলিয়া ফেরিঘাট দিয়ে ঈদের সময় মোটরসাইকেল যাতে পদ্মার ওপারে যেতে পারে, সে বিষয়ে সেতু বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে জানানো হবে।

প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতু চালুর পর অনেকেই ধারণা করেছিল নৌপথে যাত্রীর সংখ্যা কমে যাবে। কিন্তু তা হয়নি। অনেকেই নৌপথকে নিরাপদ ভেবে পরিবার-পরিজন নিয়ে চলাচল করছেন। তবে পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করতে আগ্রহীরা সড়কপথেই চলাচল করছেন।

প্রতিমন্ত্রী আরও জানান, ঈদের আগের দিন এবং পরের তিন দিনসহ মোট সাত দিন ফেরিতে পচনশীল পণ্য ছাড়া ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত