নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশনের পরবর্তী পাঁচ বছরের দায়িত্ব পালনের জন্য কর্মস্থলে যোগ দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজ সোমবার সকাল পৌনে দশটায় তিনি আগারগাঁওয়ের জাতীয় নির্বাচন ভবনের কার্যালয়ে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে অন্য কমিশনাররাও কাজে যোগ দিয়েছেন।
এসময় নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন। বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে নবনিযুক্ত ইসির।
সংস্থাটির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল পৌনে দশটায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা নিজ দপ্তরে যোগ দিয়েছেন। বেলা সাড়ে ১২ টায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন তাঁরা।
এর আগে, ইসি গঠনে সার্চ কমিটির কাছ থেকে নাম পাওয়ার পর গত শনিবার সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
নির্বাচন কমিশনের পরবর্তী পাঁচ বছরের দায়িত্ব পালনের জন্য কর্মস্থলে যোগ দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
আজ সোমবার সকাল পৌনে দশটায় তিনি আগারগাঁওয়ের জাতীয় নির্বাচন ভবনের কার্যালয়ে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে অন্য কমিশনাররাও কাজে যোগ দিয়েছেন।
এসময় নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন। বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে নবনিযুক্ত ইসির।
সংস্থাটির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল পৌনে দশটায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা নিজ দপ্তরে যোগ দিয়েছেন। বেলা সাড়ে ১২ টায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন তাঁরা।
এর আগে, ইসি গঠনে সার্চ কমিটির কাছ থেকে নাম পাওয়ার পর গত শনিবার সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা জজ রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
অন্তর্বর্তী সরকার গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন (জেআরসি) বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার আনতে অংশীজনদের মতামত গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সাধারণ জনগণসহ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমি
৮ ঘণ্টা আগেফৌজদারি মামলায় কোনো আসামি আদালত থেকে অব্যাহতি পেলেও তিনি পুরোপুরি বিপদমুক্ত হন না। তার বিপদ কিছুটা থেকেই যায়। তবে ফৌজদারি মামলায় চার্জ গঠনের পর খালাস পেলে আসামি বিপদমুক্ত হন। একটি ফৌজদারি মামলা সংক্রান্ত সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করেন ম্যাজিস্ট্রেট আদালত কিংবা ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত।
১০ ঘণ্টা আগেঢাকা-দিল্লি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হতে পারে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতি ও মানবাধিকারের ওপর প্রভাব ফেলবে।
১০ ঘণ্টা আগেনবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১১ ঘণ্টা আগে