পোশাকশ্রমিকদের মজুরি পুনর্বিবেচনার আহ্বান ৫ বিদেশি সংস্থার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ২১: ২৮
Thumbnail image

সম্প্রতি দেশের গার্মেন্টস শিল্পের পোশাকশ্রমিকদের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণায় উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে পাঁচ বিদেশি সংস্থা। গত বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে এ উদ্বেগের কথা জানায় সংস্থাগুলো। চিঠিতে ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তারা। 

সংস্থাগুলো হলো ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, এলংসাইড অ্যামফোরি, ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন ও মন্ডিয়াল এফএনভি।

ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী আরএমজি সেক্টরে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক শ্রম ও শিল্পের মানদণ্ডের প্রতিও বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি যথাযথভাবে স্বীকৃত। ২ হাজার ৫০০-র বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড, খুচরা বিক্রেতা, সরবরাহকারী এবং কারখানার সঙ্গে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে। 

তারা বলেছে, তবে সম্প্রতি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা গুরুতর উদ্বেগজনক। এই টাকা শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ এবং শোভন জীবনযাত্রা নিশ্চিত করতে যথেষ্ট নয়। বিশ্বের প্রধান পোশাক উৎপাদনকারী দেশগুলোর মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং জীবনযাত্রার গড় ব্যয়ের মধ্যে বাংলাদেশে ব্যবধান সর্বোচ্চ, যা গার্মেন্টস শিল্পে আন্তর্জাতিক মান অর্জন এবং একটি দায়িত্বশীল সোর্সিং দেশ হিসেবে তার অবস্থান বজায় রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করবে। 

বিবৃতিকারীরা শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং মজুরি বৈষম্য রোধে ন্যূনতম মজুরি স্তরের পর্যায়ক্রমিক সমন্বয়ের কথাও চিঠিতে বলেছে। পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনে হতাহতের ঘটনা তুলে ধরে শ্রমিকদের সমিতির স্বাধীনতা, ধর্মঘট করার অধিকার এবং বিক্ষোভের অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছে তারা।

পোশাকশ্রমিকদের উন্নত জীবনমান নিশ্চিতের লক্ষ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আহ্বান জানিয়েছে বিবৃতিকারীরা। একই সঙ্গে সংশ্লিষ্টদের যথাযথ দামে পোশাক ক্রয়, শ্রমিকের অধিকার অনুযায়ী যথাযথ মজুরি এবং সরবরাহকারীদের ন্যায্য মজুরি দিতে উৎসাহিত করেছে। বিবৃতিকারীরা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আন্তর্জাতিক শ্রম ও শিল্পের মানগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, সরকার চলতি বছরের ৭ নভেম্বর পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে। কিন্তু বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পোশাকশ্রমিকেরা এই মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। আন্দোলনে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের পোশাকশ্রমিকেরা ও তাঁদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত