নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি অফিসে নিরবচ্ছিন্নভাবে ২০ বছর বা তার বেশি সময় কাজ করলে তাঁকে সার্ভিস বেনিফিট (অবসরকালীন সুবিধা) দিতে অভিমত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালত বলেছেন, ওই ব্যক্তি এতদিন রাষ্ট্রের জন্য কাজ করেছেন। এখন রাষ্ট্রের দায়িত্ব বিষয়টি দেখা। এটিই কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য। তাই এই বিষয়ে নীতিমালা করতে বলা হয়েছে সরকারকে।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এমন পর্যবেক্ষণ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
এর আগে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি গ্রামের জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা করে সরকার। এতে ২০০৯ থেকে ২০১৪ মেয়াদের জন্য সাড়ে ১৩ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয় সরকার। পরবর্তীতে ওই প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়ে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।
তবে প্রকল্পের উন্নয়ন বাজেটে নিয়োগপ্রাপ্তদের অনেকে চাকরি রাজস্ব খাতে আত্মীকরণের দাবিতে হাইকোর্টে রিট করেন।
আবেদনকারীদের আইনজীবীদের একজন সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, ‘হাইকোর্ট আবেদনকারীদের চাকরি রাজস্ব খাতে আত্মীকরণের নির্দেশ দিলে সরকার ২০১৯ সালে আপিল করে। শুনানি শেষে আপিল বিভাগ বলেছেন, আত্মীকরণ মৌলিক অধিকার নয়। এসব প্রকল্পে নিয়োগের সময় শর্ত সাপেক্ষে করা হয়। তাই হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে দেন আপিল বিভাগ। তবে কেউ ২০ বছর বা তার বেশি সময় কাজ করলে অবসরকালীন সুবিধা দিতে নীতিমালা করতে বলা হয়। সম্প্রতি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।’
সরকারি অফিসে নিরবচ্ছিন্নভাবে ২০ বছর বা তার বেশি সময় কাজ করলে তাঁকে সার্ভিস বেনিফিট (অবসরকালীন সুবিধা) দিতে অভিমত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালত বলেছেন, ওই ব্যক্তি এতদিন রাষ্ট্রের জন্য কাজ করেছেন। এখন রাষ্ট্রের দায়িত্ব বিষয়টি দেখা। এটিই কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য। তাই এই বিষয়ে নীতিমালা করতে বলা হয়েছে সরকারকে।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এমন পর্যবেক্ষণ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
এর আগে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি গ্রামের জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা করে সরকার। এতে ২০০৯ থেকে ২০১৪ মেয়াদের জন্য সাড়ে ১৩ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয় সরকার। পরবর্তীতে ওই প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়ে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।
তবে প্রকল্পের উন্নয়ন বাজেটে নিয়োগপ্রাপ্তদের অনেকে চাকরি রাজস্ব খাতে আত্মীকরণের দাবিতে হাইকোর্টে রিট করেন।
আবেদনকারীদের আইনজীবীদের একজন সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, ‘হাইকোর্ট আবেদনকারীদের চাকরি রাজস্ব খাতে আত্মীকরণের নির্দেশ দিলে সরকার ২০১৯ সালে আপিল করে। শুনানি শেষে আপিল বিভাগ বলেছেন, আত্মীকরণ মৌলিক অধিকার নয়। এসব প্রকল্পে নিয়োগের সময় শর্ত সাপেক্ষে করা হয়। তাই হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে দেন আপিল বিভাগ। তবে কেউ ২০ বছর বা তার বেশি সময় কাজ করলে অবসরকালীন সুবিধা দিতে নীতিমালা করতে বলা হয়। সম্প্রতি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।’
চারটি বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জনসহ মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
৬ মিনিট আগেনবগঠিত নির্বাচন কমিশনের প্রধান কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার কমিশনার শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর স্বাক্ষর বইতে স্বাক্ষর করেন তনু নির্বাচন কমিশনাররা...
১০ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মো. বাবুকে (৩৬) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। সেখানে ভেজথানি হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
১৩ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উচ্চ আদালত থেকে একটি ভালো নির্দেশনা আসবে বলে আশা করছি। সে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব...
২০ মিনিট আগে