মনিরুল ও হাবিবকে বাধ্যতামূলক অবসর

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২২: ০০
Thumbnail image

অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আলাদা দুটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। 

এর আগে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রংপুর মহানগরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

অপর প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমানকে অবসরে পাঠানোর বিষয়ে একই বিধানের কথা উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত