নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যমান জনবলের সঙ্গে আরও দেড় হাজার জনবল বাড়ানো হলে চলন্ত ট্রেনে পাথর ছোড়া রোধে পদক্ষেপ নিতে বাংলাদেশ রেলওয়ের সুবিধা হবে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রেলপথ বিভাগ থেকে এ জনবলের কথা বলা হলে কমিটি তা নিয়োগের সুপারিশ করে।
বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, মন্ত্রণালয় তাদের নেওয়া পদক্ষেপ নিয়ে কমিটিকে অবহিত করেছে। তারা জানিয়েছে বিদ্যমান জনবলের সঙ্গে আরও ১৫০০ জন বাড়ানো হলে কাজটা সহজ হবে। আমরা জনবল বাড়ানোর সুপারিশ করেছি।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সমন্বয়ের ফলে এ ধরনের দুর্ঘটনা অনেকটা লাঘব হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রেলওয়ের সম্ভাব্য পরিকল্পনায় মুজিবনগরে নির্মিতব্য রেললাইনের সঙ্গে সম্পৃক্ত করে দর্শনা-জীবননগর-দত্তনগর-মহেশপুর-চৌগাছা-যশোর পর্যন্ত রেললাইন অন্তর্ভুক্ত করে প্রকল্প গ্রহণ এবং এডিবির অর্থায়নে নির্মিত রেলওয়ের ওয়াশিং প্ল্যান্টগুলো দ্রুত কার্যকর করার সুপারিশ করা হয়।
বৈঠকে বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের সর্বশেষ অবস্থা, রেলওয়ে যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বগিতে নিরাপত্তা প্রহরী অথবা এটেন্ডেন্ট পদায়ন, রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিভিন্ন নদী ও রেল ক্রসিংয়ের ওপর সেতু ও ওভারপাস নির্মাণের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, শফিকুল আজম খাঁন, সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশ নেন।
বিদ্যমান জনবলের সঙ্গে আরও দেড় হাজার জনবল বাড়ানো হলে চলন্ত ট্রেনে পাথর ছোড়া রোধে পদক্ষেপ নিতে বাংলাদেশ রেলওয়ের সুবিধা হবে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রেলপথ বিভাগ থেকে এ জনবলের কথা বলা হলে কমিটি তা নিয়োগের সুপারিশ করে।
বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, মন্ত্রণালয় তাদের নেওয়া পদক্ষেপ নিয়ে কমিটিকে অবহিত করেছে। তারা জানিয়েছে বিদ্যমান জনবলের সঙ্গে আরও ১৫০০ জন বাড়ানো হলে কাজটা সহজ হবে। আমরা জনবল বাড়ানোর সুপারিশ করেছি।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সমন্বয়ের ফলে এ ধরনের দুর্ঘটনা অনেকটা লাঘব হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রেলওয়ের সম্ভাব্য পরিকল্পনায় মুজিবনগরে নির্মিতব্য রেললাইনের সঙ্গে সম্পৃক্ত করে দর্শনা-জীবননগর-দত্তনগর-মহেশপুর-চৌগাছা-যশোর পর্যন্ত রেললাইন অন্তর্ভুক্ত করে প্রকল্প গ্রহণ এবং এডিবির অর্থায়নে নির্মিত রেলওয়ের ওয়াশিং প্ল্যান্টগুলো দ্রুত কার্যকর করার সুপারিশ করা হয়।
বৈঠকে বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের সর্বশেষ অবস্থা, রেলওয়ে যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বগিতে নিরাপত্তা প্রহরী অথবা এটেন্ডেন্ট পদায়ন, রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিভিন্ন নদী ও রেল ক্রসিংয়ের ওপর সেতু ও ওভারপাস নির্মাণের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।
কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, শফিকুল আজম খাঁন, সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশ নেন।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা চলছিল, তা সংশোধিত আইনেও চলবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আজ সোমবার প্রসিকিউশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর সংশোধনী তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আ
৫ ঘণ্টা আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেওয়া হয়
৮ ঘণ্টা আগেসংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
৮ ঘণ্টা আগে