রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে দিল্লিকে ঢাকার চিঠি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ মে ২০২২, ১৪: ৩৬
আপডেট : ২৩ মে ২০২২, ১৬: ৫৯

ভারত থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে ওই দেশটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গতকাল রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 
 
চিঠিতে ভারত থেকে সম্প্রতি রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। মাশফি বিনতে শামস গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘আমরা রোববার এ বিষয়ে একটি নোট ভারবাল পাঠিয়েছি।’ 

গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘ভারত থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশে থাকা রোহিঙ্গা আত্মীয়দের মাধ্যমে ভারতের রোহিঙ্গারা খবর পেয়েছে জাতিসংঘ এখানে ভালো খাবার দিচ্ছে। তাই রোহিঙ্গারা বাংলাদেশে আসছে।’ 

জানা গেছে, মিয়ানমারের পর সম্প্রতি কুমিল্লা, শ্রীমঙ্গল, বিয়ানীবাজারসহ আরও কয়েকটি অঞ্চল দিয়ে ভারত থেকে প্রায় তিন শর মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত