আগামীকাল দুপুরে দেশে ফিরছেন ড. ইউনূস

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৫: ১৯
Thumbnail image

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। দুপুর ২টা ১০ মিনিটে অ্যামিরেটসের একটি ফ্লাইটে তাঁর দেশে আসার কথা রয়েছে। আজ বুধবার বিশ্বস্ত একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে। 

গতকাল মঙ্গলবার ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এদিন সন্ধ্যার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল। 

এর আগে সোমবার কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর শুরু হয় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা। বিষয়টি নিয়ে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত