সমবায় সচিবকে বাধ্যতামূলক অবসর

বিশেষ প্রতিনিধি, ঢাকা 
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ২২: ১৪
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১: ০৫
মোসাম্মৎ শাহানারা খাতুন । ছবি: সংগৃহীত

পল্লী উন্নয়ন ও সমবার বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়ে আজ রোববার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠাতে পারে। তবে তার আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।

শাহানারা খাতুন সচিব পদে পদোন্নতি পাওয়ার আগে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সচিব পদে পদোন্নতি পান তিনি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবার উপদেষ্টা হিসেবে হাসান আরিফ দায়িত্বে থাকা পর্যন্ত সমবায় বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন শাহানারা। আজ রোববার উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আফিসের দপ্তর পুনর্বণ্টনের কিছু সময় আগে সমবায় সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইউসুফকে দুই বছরের চুক্তিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামালকে ওএসডি করা হয়।

এ ছাড়া অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত