সাবেক সংসদ সদস্য আলী আজম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
গ্রেপ্তার আলী আজম মুকুল। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

শিহাব করিম জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আলী আজম ভোলার দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা।

এর আগে গত মঙ্গলবার গভীর রাতে পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইমন হোসেন আকাশ হত্যা মামলায় শাহবাগ থানা তাঁতী লীগ সভাপতি মো. ইকবাল হোসেনকে (৪২) গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ। রাজধানীর রূপনগর থানার ৬ নম্বর সেক্টরের ৯ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাসস্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আন্দোলনে অংশ নেন ইমন। এ সময় ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের এলোপাতাড়ি গুলিতে ইমন গুরুতর আহত হন। উদ্ধার করে আহত ইমনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্তে প্রাপ্ত আসামি ইকবালকে রূপনগর থানা-পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে একই দিনে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মো. বাপ্পি চৌধুরী রনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে অস্ত্রধারী মো. বাপ্পি চৌধুরী রনি। মঙ্গলবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত