নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃজেলা বদলির আবেদন গ্রহণ শুরু হবে আগামীকাল। যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। আর এ বদলি কার্যক্রম শেষ হবে আগামী ২২ মার্চ। আন্তঃজেলা বদলিতে শিক্ষকেরা সর্বোচ্চ তিনটি করে স্কুল পছন্দের সুযোগ পাবেন।
আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরীন সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, আগামী ১৪ ও ১৫ মার্চ শিক্ষকেরা অনলাইনে একই বিভাগের মধ্যে আন্তঃজেলা শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন। ১৬ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসাররা কার্যক্রম শেষ করবেন। ১৯ ও ২০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের বদলি সংক্রান্ত কাজ করতে হবে। আর ২১ ও ২২ মার্চ বিভাগীয় উপপরিচালকেরা বদলির সব কার্যক্রম শেষ করবেন।
শিক্ষকদের বদলির আবেদনের বিষয়ে তিনটি শর্ত দিয়েছে অধিদপ্তর। শর্তগুলো হলো— শিক্ষকেরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
অধিদপ্তর আরও জানিয়েছে, আবেদনকারী শিক্ষকের পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয়। তাই কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই।
আরও খবর পড়ুন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃজেলা বদলির আবেদন গ্রহণ শুরু হবে আগামীকাল। যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। আর এ বদলি কার্যক্রম শেষ হবে আগামী ২২ মার্চ। আন্তঃজেলা বদলিতে শিক্ষকেরা সর্বোচ্চ তিনটি করে স্কুল পছন্দের সুযোগ পাবেন।
আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরীন সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, আগামী ১৪ ও ১৫ মার্চ শিক্ষকেরা অনলাইনে একই বিভাগের মধ্যে আন্তঃজেলা শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির আবেদন করতে পারবেন। ১৬ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসাররা কার্যক্রম শেষ করবেন। ১৯ ও ২০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের বদলি সংক্রান্ত কাজ করতে হবে। আর ২১ ও ২২ মার্চ বিভাগীয় উপপরিচালকেরা বদলির সব কার্যক্রম শেষ করবেন।
শিক্ষকদের বদলির আবেদনের বিষয়ে তিনটি শর্ত দিয়েছে অধিদপ্তর। শর্তগুলো হলো— শিক্ষকেরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
অধিদপ্তর আরও জানিয়েছে, আবেদনকারী শিক্ষকের পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয়। তাই কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই।
আরও খবর পড়ুন:
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নতুন মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার
৯ মিনিট আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আইন ও সংসদ বিষয়ক বিভাগ গতকাল রোববার রাতে অধ্যাদেশের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৪ ঘণ্টা আগেঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। গতকাল রোববার এই আবেদন করা হয়। আজ সোমবার চেম্বার বিচারপতির আদালতে এই বিষয়ে শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়
১৩ ঘণ্টা আগে