নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে ২২৫ বাংলাদেশিসহ ৪২৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। রাজধানীর কুয়ালালামপুরে চেরাসের তামান কনট এলাকার তিনটি ভবনে গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ৮ থেকে ৫৪ বছর।
কুয়ালালামপুরভিত্তিক নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, অভিযানে ৬০০ ব্যক্তির দেশটিতে অবস্থানের কাগজপত্র পরীক্ষা করেন ইমিগ্রেশন বিভাগের ৮০ জন কর্মকর্তা। বৈধ কাগজপত্র না থাকায় ৪২৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ২৫২ জন বাংলাদেশের, ১০৮ জন মিয়ানমারের, ৩০ জন ইন্দোনেশিয়ার, ২০ জন নেপালের, পাকিস্তানের ৭ জন, কম্বোডিয়ার ৬ জন ও ফিলিপাইনের ২ জন নাগরিক রয়েছেন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেছেন, বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান, পারমিটের অপব্যবহার ও বিভিন্ন অপরাধের কারণে তাঁদের আটক করা হয়েছে।
যাঁরা অবৈধ অভিবাসীদের নিয়োগ দেন এবং রক্ষা করেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে আজ শনিবার জানান, মালয়েশিয়ার সরকার আটক ব্যক্তিদের বিষয়ে সাধারণত হাইকমিশনকে জানিয়ে থাকে। যে ২২৫ ব্যক্তিকে বাংলাদেশি বলা হচ্ছে, নাগরিকত্ব যাচাইয়ে তাঁরা বাংলাদেশের নাগরিক প্রমাণিত হলে হাইকমিশন তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অভিযানে ২২৫ বাংলাদেশিসহ ৪২৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। রাজধানীর কুয়ালালামপুরে চেরাসের তামান কনট এলাকার তিনটি ভবনে গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ৮ থেকে ৫৪ বছর।
কুয়ালালামপুরভিত্তিক নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, অভিযানে ৬০০ ব্যক্তির দেশটিতে অবস্থানের কাগজপত্র পরীক্ষা করেন ইমিগ্রেশন বিভাগের ৮০ জন কর্মকর্তা। বৈধ কাগজপত্র না থাকায় ৪২৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ২৫২ জন বাংলাদেশের, ১০৮ জন মিয়ানমারের, ৩০ জন ইন্দোনেশিয়ার, ২০ জন নেপালের, পাকিস্তানের ৭ জন, কম্বোডিয়ার ৬ জন ও ফিলিপাইনের ২ জন নাগরিক রয়েছেন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেছেন, বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান, পারমিটের অপব্যবহার ও বিভিন্ন অপরাধের কারণে তাঁদের আটক করা হয়েছে।
যাঁরা অবৈধ অভিবাসীদের নিয়োগ দেন এবং রক্ষা করেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে আজ শনিবার জানান, মালয়েশিয়ার সরকার আটক ব্যক্তিদের বিষয়ে সাধারণত হাইকমিশনকে জানিয়ে থাকে। যে ২২৫ ব্যক্তিকে বাংলাদেশি বলা হচ্ছে, নাগরিকত্ব যাচাইয়ে তাঁরা বাংলাদেশের নাগরিক প্রমাণিত হলে হাইকমিশন তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৩ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৩ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
৪ ঘণ্টা আগে