কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নির্ধারিত জনবলের কোটা পূরণ হওয়ায় বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ রেখেছে মালদ্বীপ সরকার। দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন বলেছে, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশের এক লাখ কর্মী সেখানে কাজ করতে পারে।
দেশটিতে কতজন বাংলাদেশি কর্মী আছেন, এ বিষয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার সঙ্গে কথা হয় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে।
তিনি বলেন, ‘মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী সেখানে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সেই প্রেক্ষিতে নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ আছে।’
হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের কর্মীদের কোটা বাড়ানো ও আবার ভিসা চালু করার চেষ্টা চলছে।’
কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে বৈধভাবে মালদ্বীপে যাওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘ভ্রমণ ভিসা বা ফ্রি ভিসায় সেখানে গিয়ে অনেকে বিপাকে পড়েছেন। কাজের জন্য যাঁরা যাবেন, তাঁরা যেন বিএমইটি কার্ড নিয়ে যান।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কিছু নেই। যিনি যে কোম্পানিতে কাজের জন্য ভিসা পেয়েছেন, তাঁকে সেই কোম্পানিতে কাজ করত হবে। এই আইন ভঙ্গ করলে, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে দেশে ফেরত পাঠানো হতে পারে।
নির্ধারিত জনবলের কোটা পূরণ হওয়ায় বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ রেখেছে মালদ্বীপ সরকার। দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন বলেছে, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশের এক লাখ কর্মী সেখানে কাজ করতে পারে।
দেশটিতে কতজন বাংলাদেশি কর্মী আছেন, এ বিষয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার সঙ্গে কথা হয় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে।
তিনি বলেন, ‘মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী সেখানে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সেই প্রেক্ষিতে নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ আছে।’
হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের কর্মীদের কোটা বাড়ানো ও আবার ভিসা চালু করার চেষ্টা চলছে।’
কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে বৈধভাবে মালদ্বীপে যাওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘ভ্রমণ ভিসা বা ফ্রি ভিসায় সেখানে গিয়ে অনেকে বিপাকে পড়েছেন। কাজের জন্য যাঁরা যাবেন, তাঁরা যেন বিএমইটি কার্ড নিয়ে যান।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কিছু নেই। যিনি যে কোম্পানিতে কাজের জন্য ভিসা পেয়েছেন, তাঁকে সেই কোম্পানিতে কাজ করত হবে। এই আইন ভঙ্গ করলে, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে দেশে ফেরত পাঠানো হতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মঈনুদ্দিন। তিনি প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সহকারী হিসেবে কাজ করবেন।
২ মিনিট আগে‘মানবতাবিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। সেই সঙ্গে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট তাঁর পরিবারের সদস্য, সহযোগী বা দোসরদেরও বিচারের আওতায় আনা হবে।’
২ ঘণ্টা আগেআলোচিত এস আলম গ্রুপের ও এর স্বার্থসংশ্লিষ্ট আরও ১১ ব্যক্তিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন
২ ঘণ্টা আগেশেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়বকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা তাঁদেরকে নিজের বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন জানিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়...
৪ ঘণ্টা আগে