কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সুনির্দিষ্ট কোনো পক্ষ না নিলেও মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গেই সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। এ অঞ্চলের অন্যতম শক্তিধর রাষ্ট্র হওয়ায় ইরানের সঙ্গেও সুসম্পর্ক চাইছে সরকার। তাই দেশটির কোনো রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে এবারই প্রথম প্রতিনিধিদল পাঠানো হয়েছে। আজই ইরানের নতুন রাষ্ট্রপতি সাইয়্যেদ ইব্রাহিম রাইসি শপথ নেবেন।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল ভোরেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের নেতৃত্বে প্রতিনিধিদলটি ইরানের উদ্দেশে যাত্রা করে। দেশটির নতুন সরকারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেবেন তাঁরা। রাজধানী তেহরানে ইরানের পার্লামেন্টে রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ অর্ধশতাধিক দেশের অতিথি স্বাস্থ্যবিধি মেনে অংশ নেবেন। কিছুটা তাড়াহুড়া করেই শেষ মুহূর্তে প্রতিনিধি পাঠিয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিদেশি গণমাধ্যমের বরাতে জানা গেছে, মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে দায়িত্ব পেয়েছেন নতুন রাষ্ট্রপতি রাইসি। এবার প্রথা অনুযায়ী জাতীয় সংসদে আনুষ্ঠানিক শপথ নেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকেরা জানিয়েছেন, গত এক যুগে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে একাধিকবার চেষ্টা করা হয়েছে ইরানের দিক থেকে।
চট্টগ্রামে তেল শোধনাগার থেকে শুরু করে বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাবও নিয়ে এসেছিল দেশটি। তবে ইরানের বিষয়ে বাংলাদেশ ধীরে চলো নীতি অবলম্বন করেছে। বর্তমানে বিভিন্ন ইস্যুতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এই সুযোগে ইরানের সঙ্গে সম্পর্ককে কিছুটা এগিয়ে নিতে চাইছে সরকার।
সুনির্দিষ্ট কোনো পক্ষ না নিলেও মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গেই সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। এ অঞ্চলের অন্যতম শক্তিধর রাষ্ট্র হওয়ায় ইরানের সঙ্গেও সুসম্পর্ক চাইছে সরকার। তাই দেশটির কোনো রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে এবারই প্রথম প্রতিনিধিদল পাঠানো হয়েছে। আজই ইরানের নতুন রাষ্ট্রপতি সাইয়্যেদ ইব্রাহিম রাইসি শপথ নেবেন।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল ভোরেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের নেতৃত্বে প্রতিনিধিদলটি ইরানের উদ্দেশে যাত্রা করে। দেশটির নতুন সরকারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেবেন তাঁরা। রাজধানী তেহরানে ইরানের পার্লামেন্টে রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ অর্ধশতাধিক দেশের অতিথি স্বাস্থ্যবিধি মেনে অংশ নেবেন। কিছুটা তাড়াহুড়া করেই শেষ মুহূর্তে প্রতিনিধি পাঠিয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিদেশি গণমাধ্যমের বরাতে জানা গেছে, মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে দায়িত্ব পেয়েছেন নতুন রাষ্ট্রপতি রাইসি। এবার প্রথা অনুযায়ী জাতীয় সংসদে আনুষ্ঠানিক শপথ নেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকেরা জানিয়েছেন, গত এক যুগে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে একাধিকবার চেষ্টা করা হয়েছে ইরানের দিক থেকে।
চট্টগ্রামে তেল শোধনাগার থেকে শুরু করে বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাবও নিয়ে এসেছিল দেশটি। তবে ইরানের বিষয়ে বাংলাদেশ ধীরে চলো নীতি অবলম্বন করেছে। বর্তমানে বিভিন্ন ইস্যুতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এই সুযোগে ইরানের সঙ্গে সম্পর্ককে কিছুটা এগিয়ে নিতে চাইছে সরকার।
আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কি না।
১ ঘণ্টা আগেসমান্তরাল জায়গায় মাটি ভরাট করে পাথর ফেলে তার ওপর বসানো হয় রেললাইন। এ ক্ষেত্রে নির্ধারিত মাত্রায় পাথর থাকা অত্যন্ত জরুরি। অভিযোগ উঠেছে, রেললাইনের নিচে থাকার কথা ৮ ইঞ্চি পাথরের স্তর; কিন্তু সব জায়গায় তা নেই। এতে লাইনের শক্তি কমে যায়। তাই প্রায়ই দুর্ঘটনা ঘটে। রেলপথে অব্যবস্থাপনা এবং যাত্রী হয়রানি-সংক্র
৫ ঘণ্টা আগেকাজের ব্যস্ততায় একমাত্র ছেলেকে তেমন সময় দিতে পারেন না সরকারি চাকুরে সায়মা মুসলিমীন। তাই ছেলের বিনোদনের জন্য বেছে নিয়েছেন খেলার মাঠ। রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা সায়মা ‘গুলশান ইয়ুথ ক্লাব’-এর ব্যবস্থাপনায় থাকা সিটি করপোরেশনের মালিকানাধীন মাঠে পাঠান সন্তানকে। কিন্তু এ জন্য ক্রমবর্ধমান ব্যয় তাঁর জন্য
৮ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ মার্চ সরকারি সফরে চীন যেতে পারেন। পরদিন ২৮ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে...
৯ ঘণ্টা আগে