Ajker Patrika

ইরানের সঙ্গে সম্পর্কে জোর বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ইরানের সঙ্গে সম্পর্কে জোর বাংলাদেশের

সুনির্দিষ্ট কোনো পক্ষ না নিলেও মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গেই সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। এ অঞ্চলের অন্যতম শক্তিধর রাষ্ট্র হওয়ায় ইরানের সঙ্গেও সুসম্পর্ক চাইছে সরকার। তাই দেশটির কোনো রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে এবারই প্রথম প্রতিনিধিদল পাঠানো হয়েছে। আজই ইরানের নতুন রাষ্ট্রপতি সাইয়্যেদ ইব্রাহিম রাইসি শপথ নেবেন।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল ভোরেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের নেতৃত্বে প্রতিনিধিদলটি ইরানের উদ্দেশে যাত্রা করে। দেশটির নতুন সরকারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেবেন তাঁরা। রাজধানী তেহরানে ইরানের পার্লামেন্টে রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ অর্ধশতাধিক দেশের অতিথি স্বাস্থ্যবিধি মেনে অংশ নেবেন। কিছুটা তাড়াহুড়া করেই শেষ মুহূর্তে প্রতিনিধি পাঠিয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিদেশি গণমাধ্যমের বরাতে জানা গেছে, মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে দায়িত্ব পেয়েছেন নতুন রাষ্ট্রপতি রাইসি। এবার প্রথা অনুযায়ী জাতীয় সংসদে আনুষ্ঠানিক শপথ নেবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকেরা জানিয়েছেন, গত এক যুগে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে একাধিকবার চেষ্টা করা হয়েছে ইরানের দিক থেকে।

চট্টগ্রামে তেল শোধনাগার থেকে শুরু করে বিভিন্ন খাতে বিনিয়োগের প্রস্তাবও নিয়ে এসেছিল দেশটি। তবে ইরানের বিষয়ে বাংলাদেশ ধীরে চলো নীতি অবলম্বন করেছে। বর্তমানে বিভিন্ন ইস্যুতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এই সুযোগে ইরানের সঙ্গে সম্পর্ককে কিছুটা এগিয়ে নিতে চাইছে সরকার।

বিষয়:

কূটনৈতিক
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত