নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের হজে বাংলাদেশের অংশগ্রহণ সরকারের সঙ্গে সৌদি সরকারের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় হজ চুক্তি সম্পাদিত হলে, বাংলাদেশ থেকে কতজন হজ পালনের সুযোগ পাবেন, তা জানা যাবে। বাংলাদেশ এই বিষয়ে সৌদি সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছে। আমরা আশাবাদী এই বছর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজে যেতে পারবেন, ইনশা আল্লাহ।’
আজ বুধবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে সরকারদলীয় সাংসদ বেনজীর আহমেদের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, গত পাঁচ বছরে হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় হজ ও ওমরাহ নীতিতে অনিয়মের কারণে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করার বিধান না থাকায় অনিয়মের কারণে ধর্ম মন্ত্রণালয় থেকে গত পাঁচ বছরে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়নি। তবে জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী ২০১৯ সালের হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, গত ২৪ জুন হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ গেজেট আকারে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়ম উত্থাপিত হলে প্রণীত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর-১ আসনের সাংসদ মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের উত্তরে ফরিদুল হক খান বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি ও ভবিষ্যতেও এই ধরনের কোনো প্রকল্প গ্রহণের পরিকল্পনা আপাতত নেই।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় মডেল মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের কাজ চলমান রয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বছর মসজিদটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা যায়।
চলতি বছরের হজে বাংলাদেশের অংশগ্রহণ সরকারের সঙ্গে সৌদি সরকারের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় হজ চুক্তি সম্পাদিত হলে, বাংলাদেশ থেকে কতজন হজ পালনের সুযোগ পাবেন, তা জানা যাবে। বাংলাদেশ এই বিষয়ে সৌদি সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছে। আমরা আশাবাদী এই বছর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজে যেতে পারবেন, ইনশা আল্লাহ।’
আজ বুধবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে সরকারদলীয় সাংসদ বেনজীর আহমেদের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, গত পাঁচ বছরে হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় হজ ও ওমরাহ নীতিতে অনিয়মের কারণে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করার বিধান না থাকায় অনিয়মের কারণে ধর্ম মন্ত্রণালয় থেকে গত পাঁচ বছরে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়নি। তবে জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী ২০১৯ সালের হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, গত ২৪ জুন হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ গেজেট আকারে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়ম উত্থাপিত হলে প্রণীত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর-১ আসনের সাংসদ মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের উত্তরে ফরিদুল হক খান বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি ও ভবিষ্যতেও এই ধরনের কোনো প্রকল্প গ্রহণের পরিকল্পনা আপাতত নেই।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় মডেল মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের কাজ চলমান রয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বছর মসজিদটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা যায়।
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত ‘বাংলাদেশ: গণতন্ত্র ও মানবাধিকার সংকট’ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, ৫ আগস্ট দেশত্যাগ না করলে বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হতে পারতেন হাসিনা। বিস্তারিত জানুন এই
১ ঘণ্টা আগেদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা সাড়ে ১৫ লাখের মতো। তাদের সবাইকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। তবে এরপর প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১ সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগেফরিদপুরের মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে খাগড়াছড়ি পরিবহন ও গ্রিন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনাস্থলকে ‘ব্ল্যাক স্পট’ বা বারংবার দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জাতীয় তদন্ত কমিটি। মৃতুফাঁদে পরিণত ওই সড়কটির কাঠামোগত ত্রুটি সারানোসহ একগুচ্ছ সুপারিশ করে জরুরি ভিত্তিতে তা বাস্তবায়নের
১১ ঘণ্টা আগেদেশের সব টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় দিনে কমপক্ষে দুবার প্রচার করতে হবে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র। আজ শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্য..
১৩ ঘণ্টা আগে